তিন বন্ধু ভ্রমনে বেড়িয়েছে। অনেক দূর যাবার পর সামনে একটা সুন্দর হোটেল দেখতে পেয়ে চা খাবার ইচ্ছা জাগল। যেই চিন্তা সেই কাজ, হোটেলে ঢুকেই তিনটা চা ও একটা করে সিংঙ্গারা -এর অর্ডার দিল প্রতি কাপ চা ও সিঙ্গারা ১০ টাকা।
চা খাবার পর বিল পর্ব এলে তিনজনে সমান ভাগ করে ৩০ টাকা (১০ টাকা করে) বেয়ারা-এর হাতে ধরিয়ে দিল, দোকান মালিক যখন জানতে পারল তারা অনেক দূর হতে এসেছে বেয়ারার হাতে ০৫ টাকা ফেরত পাঠিয়ে দিল ছাড় হিসাবে। এখন বেয়ারা টাকা ফেরত দেবারপথে হিসাব করল, তারা তিন বন্ধু সুতরাং সে নিজে যদি ০২ টাকা সরিয়ে রাখে তবে ভাগ করা সহজ হয় (০৫ - ০২ =০৩) ০৩ জনে, ০৩ টাকা।
এখন ঘটনা যদি এভাবে বিশ্লেষন করা হয়, তাহলে দেখুনতো কেমন হয়ঃ
তিন বন্ধু বিল ১০ টাকা করে দিয়ে ছিল এবং বেয়ারা ছাড় হিসাবে মালিকের কাছ থেকে ০১ টাকা ফেরত এনে দিয়েছে সুতরাং তাদের দেওয়া বিল ০৯ টাকা করে তিন বন্ধুর ০৩ x ০৯ = ২৭ টাকা এবং বেয়ারা রেখেছে ০২ টাকা, মোট হচ্ছে ২৭ + ০২ = ২৯ এখানে ৩০ টাকার ০১ টাকা কোথায় গেল ।
সুত্র: প্রাপ্তিস্থান মনে নাই
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




