১.
নির্জন রাস্তায় তিন মাতাল চলছিল, হঠাৎ তাদের একজন ঠাস্ করে পড়ে গেল। আর পড়বি তো পড় সরাসরি নর্দমা...., কিছু সময় পরিয়ে গেলেও যখন উঠলনা তখন অন্যদের টনক নড়ল অপর দুজন হইহই করে নেমে পড়ল নর্দমায় তাকে তুলে আনল-
১ম জন: ওরে এতো পটল তুলেছে। হিক্ !!!!
২য় জন: কি বলছিস !!! তাহলে এই রাত্রে অনেক হাঙ্গামা করে শ্মশানে নিতে হবে। হিক !!!!!!
দুজনে মিলে অনেক কষ্টে কাঁধে নিল। কাঁধে নিয়ে পায়ে পায়ে এগিয়ে চলল, খানিকদুর যাবার পর-
১ম জন: এই তুই যে খুব আগে আগে চলছিস্, শ্মশান চিনিছ??
২য় জন: ঠিক মনে পড়ছেনা, তুই দেখিয়ে দিস্।
১ম জন: দুর হতভাগা তাহলে এখন কি হবে !!!!!!!!
কাঁধের উপর থেকে-
৩য় জন: আমি চিনি, কিন্তু তোদের দেখাই কিভাবে আমি তো মড়া .........
২.
এক মাতাল টলমল পায়ে বাড়ি ফিরছে। কিন্তু হতভাগা পথ কিছুতেই ফুরাতে চায়না, এমন সময় তার মাথায় চক্কর দিয়ে ওঠে যুগান্তরী ভাবনা (পোষ্ট বক্স)!!! এখানে সব কিছু চমৎকার ভাবে যার যার ঠিকানায় পৌছে যায়।
যেই ভাবা সেই কাজ, নিজের ভোটার কার্ডখানি গলায় ঝুলিয়ে মাথা কোনমতে কাছের পোষ্ট বক্সে ঢুকিয়ে দাড়িয়ে থাকলো।
এমন সময় পাশ দিয়ে যাওয়া এক নাইটগার্ড এই অদ্ভুত দৃশ্য দেখে দাড়িয়ে যায় এবং কোন সাড়া না পেয়ে হাতের লাঠি দিয়ে মাতালের পশ্চাতদেশে দেয় ধুমাধূম .......
প্রথমে কিছুটা সহ্য করে গেলেও খানিক বাদে মাতাল হালকা বিরক্তমাখা স্বরে বলে ওঠে, আমিতো লোকাল ডেলিভারী হবো এতো সিল মারা কি জরুরী!!!!! .......
৩.
দুই মাতাল উদাসী হয়ে সুন্দরবনে নৌকা ভ্রমনে রয়েছে (মাঝি সুস্থ)।
এমন সময়-
১ম জন: এই দেখ কার জানি দামী এক কম্বল ভেসে যাচ্ছে।
২য় জন: আরে তাইতো, নিবি নাকি এটা রিস্ক .....
দিল ঝাপ (ঝপাস্) একদম কম্বলের কাছে, হঠাৎ লক্ষ্য করে সে স্থির কিন্তু কম্বলই তার দিকে এগিয়ে আসছে ... ... ...
১ম জন: ভাই রে কেমন জানি ভাল ঠেকছে না কম্বলকে ... ...
২য় জন: তাহলে ছেড়ে দে উঠি আয়।
১ম জন: ভাই রে আমি কম্বল ছাড়লেও কম্বল আমাকে ছাড়ছে নারে ....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




