ক্লান্ত অবসাধ আর পথহারা ক্ষনে
তোমাতে আশ্রয় খুজি আমি স্বপ্নছলে,
মনেতে তোমার ছায়া এতটুকু নিলে
কষ্ট ব্যথা দূর ছোটে ক্ষান্ত দিয়ে রণে।
বাঁচা, জীবিকা, দীক্ষা আমার ধর্ম প্রাণে
আজকের এ আমি তোমার স্বপ্নবলে
তোমারই দিপ্ত শিখা অন্তরেতে জ্বলে
হৃদয়ে সে বিশ্বাস প্রাণভোমরা জানে
তবু আজ এই দিবসের অবকাশে
ভাবনা জড় ফানুস ভাসুক বাতাসে;
নিজেকে সাঁজি যার স্নেহ মম বিশ্বাসে,
ক্লান্ত ঐ বাবার হাত রাখছিনা পাশে
আজ অসহায় হয়ে আছি দুরদেশে;
বলো তবে, কিভাবে রাখি নাম মানুষে;
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১০ রাত ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




