এলো খুশির ঈদ
-মাহফুজ খান
চারিদিকে যেন আজ রূপালী রঙ লেগেছে
রাতের আকাশে আজ নতুন চাঁদ উঠেছে।
কি যে আনন্দ! কি যে খুশি!
বিদায় পবিত্র রমযান মাস
স্বাগতম পবিত্র ঈদ উল ফিত্র।
সবাই মিলে একসাথে মিলিত হবে
অভিবাদন জানাবে, ঈদ মোবারক বলে।
নতুন পোশাক পরিধান করে
ঈদ উৎসবে মেতে উঠবে সবাই।
হরেক রকম মজাদার খাওয়া-দাওয়া হবে
আনন্দগুলো ভাগাভাগি হবে।
সবার হৃদয়ে বেজে উঠবে-
ও মন রমজানের ঐ রোজার শেষে
এলো খুশির ঈদ।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




