প্রিয় অতিথি
-মাহফুজ খান
এক রাতে দরজায় কড়া
নাড়ার শব্দে
জেগে উঠলাম।
কে হতে পারে?
দরজা খুলতেই উল্লাসিত হলাম,
অতিথিটি অচেনা নয়, খুব চেনা।
স্বাগত জানালাম প্রিয় অতিথিকে,
আমার জন্য সে এসেছে নিবৃত্তি হয়ে।
আনন্দ-বাতাসে আমার ঘর পরিপূর্ণ,
তুমি কি জান, সে অতিথিটি কে?
হ্যাঁ, এই সে রমজান মাস-
যা ক্ষমা এবং রহমতের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




