বাংলাদেশের প্রচার মাধ্যম গুলি সাম্প্রতিক সময়ে এক প্রশংসনীয় উদ্যোগ নিয়ে-ঘটিত গুরুত্বপুর্ণ রাষ্ট্রিয় বিষয়ের ওপর জনমত জরীপের প্রচলন করেছে। যদিও এতে শুধুমাত্র শহর কেন্দ্রিক শিক্ষিত জনসাধারণ অংশ গ্রহণ করেছেন বলে ধরে নেয়া যায়। তারপরও বলা যায় যে, “শহর কেন্দ্রিক শিক্ষিত জনগোষ্ঠী ” একটি সক্রিয় শ্রেণী যারা অবশিষ্ট শ্রেণী গোষ্ঠীর ওপর কার্যকর প্রভাব বিস্তার করতে সক্ষম। যদিও ইতোমধ্যে জনমত জরীপের প্রশ্নগুলির যথার্থতা নিয়ে প্রশ্ন উঠেছে, তারপরেও দেখা যাক জনমত জরীপের সারাংশ রুপ-
১। বর্তমান সরকারের রাজনৈতিক প্রকাশভঙ্গী গণতন্ত্রের জন্য "সহায়ক নয়’।
২। বর্তমান সরকার- দলীয় সংকীর্ণতার উর্দ্ধে উঠে জাতিকে এক সূত্রে গাঁথতে পারেনি।
৩। সরকার প্রশাসন দলীয় করণের "ধ্বংসাত্মক ঐতিহ্য’ থেকে বের হতে পারেনি।
৪। সরকার জন প্রশাসনকে "বিভক্তি’র চরমে ঠেলে দিয়েছে।
৫। বিচার বিভাগের ওপর সরকারের "কৌশলী’ প্রভাব- স্বাধীন বিচার ব্যবস্থাকে কলংকিত করছে।
৬। সরকারের বর্তমান এটর্নি জেনারেলের মানসিকতা সরকারের ভাবমূর্তির জন্য হুমকি স্বরূপ।
৭। আইন শৃঙ্খলার "ক্রমাবনতি’তে সাধারণ মানুষ উদ্বিগ্ন।
৮। স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের ওপর অধিকাংশ জনগণের আস্থা নেই।
৯। সকলের জন্য আইন "সমভাবে প্রয়োগ’ হচ্ছে না বলে অধিকাংশের মত।
১০। রাজনৈতিক মামলা বিবেচনায় শুধুমাত্র সরকার সমর্থকদের অব্যহতি দানকে- আইনের শাসনের প্রতি হুমকী বলে তীব্র সমালোচিত হচ্ছে।
১১। রিমান্ডের নামে "শক্তি’ প্রয়োগের মাধ্যমে মানবাধিকার লপ্সঘনকে কেউ সমর্থন করেন না।
১২। অধিকাংশ মানুষ দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অচলবস্থায় ছাত্র লীগকে দায়ী করেন।
১৩। বাংলাদেশ যারত স্বার্থ বিনিময় আলোচনায় -অধিকাংশই মনে করেন সরকারূ বাংলাদেশের স্বার্থ রক্ষায় চরম ভাবে ব্যর্থ হয়েছে।
১৪। বিরোধী দলের "ীফঃীরত’ রাজনীতি পরিচালনায় সরকারী বাধা দেয়াকে "সংঘাতের রাজনীতি’ বলে নিন্দা করেছেন।
১৫। দন্ডপ্রাপ্ত আসামী- রাষ্ট্রপতির ক্ষমায় "খালাস’ পাওয়াতে মহামান্য রাষ্ট্রপতির ভাবমূতিল্গর "বিশাল ক্ষতি’ হয়েছে।
১৬। সরকার যানযট নিরসনে "ব্যর্থ’।
১৭ । "ও এম এস’ প্রচলনের ফলেও সরকার দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রুখতে ব্যর্থ হয়েছে।
১৮। আদালতের রায়ের মাধ্যমে রাজনৈতিক মত ভিন্নতাকে নিয়ে "রাজনীতি’ করার পরিনাম হবে আত্মঘাতী।
১৯। জনস্বার্থে খনিজ সম্পদের "সুষ্ঠু ব্যবহার’ ীফীপব্জত করতে সরকার "আন্তরিক’ নয়।
২০। পররাষ্ট্র নীতিতে সরকার "অতিমাত্রায়’ ভারত কেন্দ্রিক।
২১। দেশের অধিকাংশ শহরে দশল্গক "বাংলাদেশ টেলিভিশন’ দেখেন না।
২২। সম্্ভাব্য ভূমিকম্প মোকাবেলায় সরকারের পূর্ব প্রস্তুতি নেই বলে মনে করেন অধিকাংশ পাঠক।
২৩। পিলখানা হত্যাকান্ডের তদন্ত প্রক্রিয়ার "স্বচ্ছতা’ ছিল না বলে মনে করেন অধিকাংশ জনগণ।
২৪। সরকার দলীয় এমপি শাওন, ইব্রাহীম হত্যাকান্ড মামলায় "ক্ষমতার প্রভাবে’ পার পেয়ে যাবেন বলে জনগণ মনে করেফ।
দেখা যাচ্ছে অধিকাংশ গুরুত্বপুর্ণ ইসুøতে অধিকাংশ জনগণ সরকারকে সমর্থন দিচ্ছে না। সরকার জনমত জরীপকে গুরুত্ব সহকারে নিলে অতীতের ভুল গুলো থেকে পরিত্রাণ পাবেন।
আলোচিত ব্লগ
এ যুগের বুদ্ধিজীবীরা !

ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন
মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৭)
ষষ্ঠ পর্বের লিঙ্কঃ মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫-….(৬)
০৬ জুন ২০২৫ তারিখে সূর্যোদয়ের পরে পরেই আমাদেরকে বাসে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হলো। এই দিনটি বছরের পবিত্রতম দিন।... ...বাকিটুকু পড়ুন
টাঙ্গাইল শাড়িঃ অবশেষে মিললো ইউনস্কর স্বীকৃতি

চারিদিকে যে পরিমান দুঃসংবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের টাঙ্গাইলের তাতের শাড়ি এর জন্য, ইউনেস্কো এই প্রাচীন হ্যান্ডলুম বুননের শিল্পকে Intangible Cultural... ...বাকিটুকু পড়ুন
আধা রাজাকারি পোষ্ট ......

আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার কাছে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বা পূর্ব পাকিস্তানের সঙ্গে আজকের বাংলাদেশের তুলনা—এসব নিয়ে কোনো আবেগ বা নস্টালজিয়া নেই। আমি জন্মগতভাবেই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা কেন ভারতীয় বাহিনীকে বাংলাদেশে দীর্ঘদিন রাখেনি?

কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।
ব্লগে নতুন পাগলের উদ্ভব ঘটেছে;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।