ত পরশুদিন রাইত ১১.৩০ মিনিটে জামাতেসলামের লোকজন আইন পরতি মনতির মোবাইলে মতান্তরে টেলিফোনে হুমকি দিয়াছিল যে ঈদের আগে যদি জামাত নেতাগো ছাইরা দেওয়া না হয় তইলে পরতিমনতিরেই নাকি কোরবানী করব। ঐদিন রাইতে দেখলাম ইহা নিয়া টিভিতে ব্যাপক হাংগামা। ব্রেকিং নিউজের ছড়াছড়ি। রাইতেই পরতি মন্ত্রি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাইলেন এর সুরাহা করার জইন্য। আবার থানায় গিয়া কেইস ও করলেন।
ইহা লইয়া পরশু রাইত হইতেই নতুন নাটক দেখার অপেক্খায় ছিলাম। ভাবলাম জেলখানা গুলান আবার সরব হইয়া উঠব জামাত শিবিরের লোক দিয়া। থানায় থানায় পুলিশেরও একটা বাড়তি ইনকামের রাস্তা তৈরি অইবো। সামনে কোরবানী ঈদ। উপরি একটু বেশী কামাইয়া ঈদটা তারা ভালই পালন করতে পারব।
কিন্তু বিধি বাম। গতকাইল্য বেগম জিয়ার বাড়ি উচ্ছেদের ঘটনায় কামরূল ভাইয়ের গটনাটি পেরায় আন্ধারে রইয়া গেল। এখন পরযনত চিরুনী অভিযান শুরু হয় নাই। পুলিশরা নাকি হরতালের কতা শুইনাই বেদিশা।
কাম---রুল ভাই। জনগনের কাছে বটতলার উকিল অইলেও তেনায় আমগো পাশের এলাকার মন্ত্রী। তাই পরতিবেশীর উপরে এহেন হুমকিতে আমি চুপ থাকতে পারিনা। কাম---রুল ভাইয়ের হুমকির বিষয়টি সুরাহা না হওয়ায় আমরা খুবই মরমাহত। আমরা এর তেবর পরতিবাদ করছি।
অবিলমবে এ নাটকের পরবরতি এপিসোড দেখবার চাই। নইলে খবর আছে কইলাম!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




