নির্বাচন কমিশন দলীয় কি নির্দলীয় সে প্রশ্ন আমি তুলছি না। কারণ কোনও দলের প্রতি সমর্থন বা দুর্বলতা থাকলেও মানুষ পেশাগত কারণে নিরপেক্ষ আচরণ করতে পারেন। অতএব কেউ নিরপেক্ষ নয় এই সূত্র দিয়ে তাদের ‘দলীয়’ বলে প্রশ্নবিদ্ধ করতে চাই না। বরং আসুন মনস্তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করে দেখি ই.সির এই গোয়ার্তুমি আচরণের কারণ কী?
মেশিনের প্রতি মানুষের দুর্বলতা আজন্ম। যে কারণে বাজারে কম্পিউটারে চক্ষুপরীক্ষা, সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতি ইত্যাদি মেশিনপ্রীতির বিজ্ঞাপন সর্বত্রই চোখে পড়ে। কিন্তু এই মেশিন কি সবসময় সঠিক রেজাল্ট দেয়? ধরা যাক চিকিৎসাবিজ্ঞানে জড়িত যেসব মেশিন ব্যবহার করা হয় সেসব মেশিন কি সবসময় সবক্ষেত্রে নির্ভুল তথ্য দিচ্ছে? বা সঠিক ডায়াগনসিস করতে পারছে? যদি পারতো তাহলে কেউ কেউ জোরগলায় বলতেন না এখানে সম্পূর্ণ নিরাপদ এবং নির্ভুলভাবে পরীক্ষা করা হয়। মানুষেরও যদি সব যন্ত্রের প্রতি সমান বিশ্বাস থাকত তাহলে বাড়তি খরচ করে ইবনেসিনা বা ল্যাব-এইডে যেত না কিংবা এদেরকেও প্রশ্নবিদ্ধ করে ব্যংকক বা মাদ্রাজ যেত না। অর্থাৎ মেশিনের সীমাবদ্ধতা আছে, থাকবে।
নিজের জীবনের কিছু বাস্তব ঘটনা বলি।
আমার পিসির কীবোর্ডের ক্যাবলটা ইঁদুর কেটে ফেলেছিল। বেশকিছুদিন পুরাতনটাকে এদিক ওদিক করে কষ্টেসৃষ্টে চালালাম; শেষে একদিন নতুন একটা কী-বোর্ড কিনে আনি। কিন্তু তাতে যোগ হলো নতুন সমস্যা। আমি পিসিতে ঢুকতেই পারি না। পাসওয়ার্ড নাকি ভুল।খুব বিরক্ত হলাম। এদিকে এমফিলের সিনপসিস জমা দেয়ার তাগাদা। কিছুতেই সমস্যাটা বুঝতে পারছিলাম না। শেষে ভাইয়ার পিসিতে গেলাম। কিন্তু ওরটায় আবার বাংলা ফন্টে প্রবলেম। সবমিলে মেজাজ যখন খুবই খারাপ তখন কম্পিউটারের আশ্রয় ছেড়ে ম্যানুয়ালে এলাম। তাৎক্ষণিক সমাধান কোনওভাবে হলেও কম্পিউটারের অচলায়তনে একেবারে ভেঙে পড়লাম। কেন এমন হচ্ছে? পাসওয়ার্ড ব্রেক করাতো অনেক কষ্টসাধ্য ব্যাপার আমার জন্য।শুনেছি ব্যটারি খুললে পাসওয়ার্ড ব্রেক হয়ে যায়। কিন্তু সেটা আমার জন্য ঝুঁকির। ফোনে অনেকের সাথে কথা বলি….পাসওয়ার্ড ভাঙার বুদ্ধি তারা দিতে পারে না। বায়োস-পাসওয়ার্ড ভাঙা কঠিন। শেষে মাথায় বুদ্ধি এলো ভাইয়ার কীবোর্ডটা এনে আমারটায় লাগালাম, জাস্ট চেক। তাতেই কাজ হলো। পাসওয়ার্ড ঠিকই আছে। এদিকে আমি ভাইয়ার কীবোর্ড দিয়ে কাজ করছি, অন্যদিকে ভাইয়া তার প্রয়োজনে কিছু বকাবাদ্য করে বাধ্য হয়ে আমার কীবোর্ডটা লাগায়। আমার কী বোর্ডটা দিয়ে তার কাজ চলছে। আর আমার পিসিতে তারটা দিয়ে? এ কেমন কেরামতি?
কম্পিউটার সায়েন্সে পড়া বন্ধু, ছোটভাইদের গালাগাল করি, ওরা বলে এটা কম্পিউটার সায়েন্সের বিষয় না। হার্ডওয়ারে কোনও প্রবলেম থাকতে পারে।…যাইহোক পরে উদ্ধার করা গেলো আমার নতুন কী বোর্ডটায় জেড বর্ণের স্থলে অন্য একটি বর্ণ আসে। পরীক্ষা করে দেখা গেলো আরও ২টা বর্ণেরও সমস্যা আছে। ভাইয়ার সে দুটো বর্ণ প্রয়োজন হয় না। ওর ছেলের নামতো আর জাবির নয় যে জেড বর্ণ দিয়ে পাসওয়ার্ড দেবে!
এতো গেলো কম্পিউটারের সমস্যা।
কম্পিউটারের আরও অনেক সমস্যা আছে। যে সমস্যায় খুব একটাপীড়িত হয় না মানুষ। যেমন সিডি কপি করতে গিয়ে দেখালো ২০মিনিট লাগবে। কয়েকসেকেন্ডের মধ্যে সেটা নেমে এলো ৭মিনিট লাগবে…আরও কয়েক সেকেন্ড পর ৩ মিনিট অতপর: মিনিট কয়েকের মধ্যেই কপি হয়ে গেলো। তাহলে যে শুরুতে বলল বিশ মিনিট লাগবে? মাঝে মাঝে বলে অ্যাপ্রক্সিমেট সময় এতো…কোথায় বিশ মিনিট আর কোথায় ২ মিনিট? অ্যাপ্রক্সিমেট? এরকম হলে কার না মনে হবে কম্পিউটারের সময়জ্ঞান বা গণিতশিক্ষার ঘাটতি আছে।
এরপর আসেন সিএনজি’র মিটার নামক মেশিনটাতে। কিংবা বিদ্যুতের মিটার নামক যন্ত্রটার কথায়। মিটারকে ফাঁকী দিয়ে অনেকেই হিটার ব্যবহার করেন। ক্যালকুলেটরের গোলযোগ আছে, সমস্যা আছে মোবাইল নামক যন্ত্রটাতেও। ক্যাম্পাসে থাকতে আমাদের এক বন্ধু একটা অদ্ভুৎ সমস্যায় পড়লো। ওর ফোন থেকে এর ওর নাম্বারে কল যায়। প্রথমে আমরা এটাকে ওর ফাজলামি বলে গালাগাল দিলাম। একদিন ও নিজেও বেশ বিরক্ত হয়ে ক্লাস শেষে দুপুরে ওর রুমে খাওয়ানোর কথা বলে নিয়ে যায়। তারপর দেখায় ফোনের ক্যারিশমা। ফোনটাকে কাঠের আলমিরাটার উপরে রেখে ও আমাদের সাথে বসে গল্প করে। একটু পর দেখি খোকনের নাম্বারে ফোন। আমরা তখনও অবাক হইনি। পরে নিজে ফোনটা এনে লাল বাটন টিপে সব ঠিক ঠাক করে আবার রাখলাম প্রায় সাথে সাথেই ফোন এলো আমার নাম্বারে…রহস্যটার সমাধান আজও হয়নি। হয়ত ও সমাধান পেয়েছে। নয়ত ফোনটা শেষপর্যন্ত ফেলেই দিয়েছে।
এমন অনেক ত্রুটি আছে যন্ত্রের মাঝে তারপরও যন্ত্র ব্যবহার থেকে আমাদের সরে আসার উপায় নেই কারণ, যান্ত্রিক এ জীবনে আমরা একবার যে সুবিধা পেয়ে গেছি তা আর হারাতে চাই না। চাই না গাড়ি হবার পর আর হেঁটে বাড়ি ফিরতে, যতোই দুর্ঘটনা বাড়ুক। তাই বলে যে সাইকেলে চড়তে চায় তাকে জোর করে গাড়িতে ওঠানো কি ঠিক? ই.সির উচিৎ ইভএমটাকে আগে অন্যকিছুতে ব্যবহার করে যেমন বাণিজ্যমেলার গেটে বসিয়ে দিয়ে দেখা হোক প্রতিদিন কতো হাজার লোক প্রবেশ করে। কিংবা শিশুপার্কে…পৃথিবীতে গিনিপিগ হিসেবে কুকুর বেড়ালদের ব্যবহার করা হয় কিন্তু আমাদের ই.সি ইভিএম গিনিপিগ হিসেবে ব্যবহার করছেন মানুষকে। এ কেমন নিষ্ঠুরতা?
ইভিএম’র কিছু দুর্বলতা এর প্রোগ্রামার বা ডেভেলপাররাও স্বীকার করেছেন। পরিক্ষিত হয়েছে নরায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনেও। কতগুলো ভোট নষ্ট হয়েছে। ই.সি.র অধিকার নেই একজন মানুষেরও ভোটাধিকার হরণ করার।
শেষে আরও একটা গল্প না বলে পারছি না।...
বাংলাদেশে যখন অ্যাকটেল চালু হলো, গল্পটা সে সময়কার। অনেকদিন থেকেই ভাবছি এবার অ্যাকটেল সিম কিনবো। বাসা থেকে ক্যাম্পাসে গিয়ে দেখি মোটামুটি পরিচিতদের সবার হাতেই অ্যাকটেল পৌঁছে গেছে। যাবেইতো। খুব রিসেন্ট ক্যাম্পাসে অ্যাকটেলের টাওয়ার বাসানো হয়েছে। তো একরাতে আমরা তখন বিসিএস কোচিং করছি , এসময় আমার এক বন্ধু ম্যাসেজ পাঠায় অ্যাকটেল টু বাংলালিংক একদম ফ্রি। কই এমন ঘোষণাতো পত্রিকায় দেখিনি? কীসের কোচিং-ফোচিং….মোবাইল বিল তখন বড় একটা ফ্যাক্ট।….আমরা দৌড়ে গেলাম সন্ধানদাতার রুমে। গিয়ে দেখি আগে থেকেই সেখানে জমজমাট ভিড়। সবাই বাংলালিংক নাম্বার খুঁজছে, যাকে পারছে তাকেই ফোন দিচ্ছে আর একটু পর ফোন কেটে ব্যালেন্স দেখছে…দেখেই লম্ফ ঝম্প….ব্যালেন্স কাটছে না…আমার কাছে তেমন কোনও বাংলালিংক নাম্বার ছিল না। বন্ধুরা একটা নাম্বার দিল। বলাইবাহুল্য একটা মেয়ের নাম্বার….এরপর সাতদিন একটানা কথা বললাম। ফোন না কেটে ক্লাস করা, ক্লাস শেষে রিহার্সেল করা, রিহার্সেল শেষে নামাজ..নাস্তা…ঘুম সবকিছু হচ্ছে ফোন না কেটে…মাঝে মাঝে কেটে গেলে আবার সংযোগ দেই…আর ভাবি কেন অ্যাকটেল এমন সুযোগ দিল?
একদিন কলসেন্টারে যোগাযোগ করলাম। ম্যাসেজ দিয়ে রাখলে ওরা ফোন দিত, সম্পূর্ণ নিখরচায়। জানালাম; ‘এই ব্যাপার ফোনে কথা বলি টাকা কাটে না। ব্যাপারটাকি? নাকি পরে কেটে রাখবেন? তাইলে কিন্তু ভাই বাপের ভিটা বিক্রি করা ছাড়া উপায় থাকবে না’।…ওরা জনেই না ব্যাপারটা। ওরা জানায় ওদের টাওয়ারে এমন কোনও কল রেকর্ড নাই…কল হলে টাকা কাটবেই…ই.সি মহোদয় আপনার বিশ্বাস নাও হতে পারে কারণ যারা যন্ত্রে বিশ্বাসী তারা মানুষকে বিশ্বাস করতে যাবে কোন দু:খে, বরং বলবে ম্যান বিহাইন্ড দ্যা মেশিন…. মেশিনের অপারেটরেরই যতো দোষ! তাই অনুরোধ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে খোঁজ নিয়ে দেখবেন। এমন কাণ্ড ঘটেছিল কি না।…
মোবাইল কোম্পানিগুলো কোটি কোটি টাকা কামায় যে মেশিন দিয়ে তারই যখন এমন অবস্থা তখন আপনার ২টাকার মেশিনে কী ফলাফল দেবে তা নিয়ে জাতির সংশয় আছে। অতএব গোয়ার্তুমি বাদ দিন ইগো বাদ দিন মেশিন ফেলে ম্যানুয়ালি সুষ্ঠু নির্বাচন করুন। অন্যথায় জাতির অধিকার ক্ষুণ্নের দায়ে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। মনে রাখবেন আওয়ামী লীগ চিরকাল ক্ষমতায় থাকবে না। যারা ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নেন। এটা আল্লাহপাকের ওয়াদা।
বরং মেশিনগুলো আরও পরীক্ষানিরীক্ষা করা হোক। বিভিন্ন জরিপে কাজে লাগানো হোক। রাজনৈতিক দলগুলোর হাতে দেয়া হোক তাদের আইটি বিশেষজ্ঞরা দেখুক কোনওভাবে প্রোগ্রাম বদলের মাধ্যমে কোনও কারচুপি করার সুযোগ আছে কি না। তাদেরকেই ডিসাইড করতে দিন তারা মেশিনে ভোট দেবে নাকি কাগজে দেবে। আপনার যতো মঙ্গলই হোক ডাক্তার আপনার কনসাইন ছাড়া বনসই ছাড়া অপারেশন করবে না। ভোট যারা দেবে তাদের পছন্দ অপছন্দ না ভেবে গোঁয়ারের মতো নিজে যা ভালো মনে করছেন তাই কেন জাতির ঘাড়ে চাপাচ্ছেন? নাকি বাকশালকে আদর্শ হিসেবে নিতে চান?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




