নিগারঃ নম্বর কোথায় পেলেন ।
মাহিনঃ ভগবান দিয়েছেন ।
নিগারঃ কি করেন আপনি ?
মাহিনঃ চাকরী ।
নিগারঃ কি জন্য ফোন দিয়েছেন ।
মাহিনঃ আমার জন্য ।
নিগারঃ ভগবান কে বলেনঃ আরেক টা নম্বর দিতে ।
মাহিনঃ নারাজ হবেন, যদি না দেয় ।
নিগারঃ কিন্তু আমি পারবোনা ব্যস্ত ।
মাহিনঃ আপনি পড়ার জন্য সময় দেন. টির্চার কে সময় দেন, অন্য কাজের জন্য সময় দেন আমাকে একটু সময় দেন (১ মিনিট )।
নিগারঃ কখন ?
মাহিনঃ আপনার যখন সুবিধা ।
নিগারঃ সকাল ৮ (আট) টার আগে ।
মাহিনঃ আপনার ইচ্ছাই পূন হোক ।
নিগারঃ আমি তো আপনার সাথে কথা বলতেই চাই না।
মাহিনঃ আমি আমার অনেক বড় ক্ষতি করে ফেলবো ।
নিগারঃ আপনি হিন্দু না মুসলমান নাকি খ্রিষ্টান ?
মাহিনঃ সব ধর্ম ই মানুষ কে সুন্দরের কথা বলেছে ।
নিগারঃ আমি আপনার সঙে দুই মিনিট কথা বলবো সকালে ।
(উপরে অংশটুকু ১৯.০২.১০তারিখের আলোচনার অংশ বিশেষ ।)
২০.০২.১০
৭.৩৪ মিনিট
চলমান
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




