মেঘের কবিতা
এখন বাকি রাত গুলো অনেক বড়,
থাক এ সব নাহয় পরেই বলি।
দিনটি ছিল বাইশে শ্রাবণ,
মেঘ গুলো সায় জানিয়েছিল,
হঠাৎ অপরিচিতার আগমন।
চোখ গুলো মিটমিট করছিল,
আচ্ছা, সে কি বুঝেছিল?
দু'নয়ন যে মায়াজালে আটকেছিল, মন মোর বলেছিল,
আহা, কোরো না সবুর,
বলে ফেলো কথা দুটো।
চঞ্চলা মন লুকিয়েছে সেথায়,
কেহ কেহ... বাকিটুকু পড়ুন
৪ টি
মন্তব্য ৩৩ বার পঠিত ২

