এখন বাকি রাত গুলো অনেক বড়,
থাক এ সব নাহয় পরেই বলি।
দিনটি ছিল বাইশে শ্রাবণ,
মেঘ গুলো সায় জানিয়েছিল,
হঠাৎ অপরিচিতার আগমন।
চোখ গুলো মিটমিট করছিল,
আচ্ছা, সে কি বুঝেছিল?
দু'নয়ন যে মায়াজালে আটকেছিল, মন মোর বলেছিল,
আহা, কোরো না সবুর,
বলে ফেলো কথা দুটো।
চঞ্চলা মন লুকিয়েছে সেথায়,
কেহ কেহ না জানে কোথায়।
আচ্ছা, সে কি শুনেছিল?
মনের লুকোনো গুঞ্জন
আবেগ মিশ্রিত ভাষা?
না, সে তো বোঝেনি, শুনেনি, ভাবেনি।
সে তো মৃন্ময়ী, লুকিয়ে, কাব্যের ফাঁকে।
আচ্ছা সে কি হারায়?
লিখাঃ মানসিব ইয়ামান আজম মজুমদার
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


