তবে প্রচন্ড ভয় হয়
যদি বর্তমান কে হারায়।
ভবিষ্যৎ এর আশায় আমাকে বাচঁতে হচ্ছে
হয়ত নিজের সাথে কৌশলে প্রতারণা করছি।
আসলে ভয় হয়, তুমি যদি ভুল বুঝ [আমাকে]
তুমি কি ? [আমার] স্পষ্ট উচ্ছারণের অপেক্ষায় আছ
না কি, বুঝে ও না বুঝার ভান করছ।
এত সবকিছুর পরে ও মনেহয়, তুমি সবকিছু ই বুঝ !
সবকিছু ই তোমার জানা।
তুমি কি সীমাবদ্ধতার কথা ভাবছ ?
ওটা তো আমার ও আছে
চলোনা সবকিছু নিয়ে একাকার হয়ে যায়।
দু’জনে !
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




