নতুন কোন বাঁকের মুখে, তীব্র শিষে দোয়েল পাখি
জাত খোয়ালী মান খোয়ালী, আর নাকের ফুল
সুর ঝরানো আদ্র চোখে খেয়ালী বকুল
আমার করে ভাবতে পারি, নিজের পথ খুজতে জানি।
চোখের পাতায় জড়ানো কষ্ট, জমানো ঘুমের অনেক বাকি
আমার কিছু মনে থাকে না, জড়িয়ে রাখে আঠালো দৃষ্টি
একটু যখন কাছেই পেলাম কি বা এমন অনাসৃষ্টি
তীব্র শিষে দোয়েল পাখি, ধর্মে আমার মনটা রাখি!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



