যদি বেঁচে থাকো-
এইরূপ তুমিও বৃদ্ধ হবে পুত্র।
যদি ভালোবাসো মৃগনাভি,
প্রয়োজন পড়বে আরও একটি হরিণের মৃত্যু।
যদি পেতে চাও আরও একটি নতুন সূর্য,
ছেড়ে যেতে হবে স্মৃতি।
যেন তুমি কিছুই পাওনি কোনদিন, তবে
হারাবার প্রয়োজনে কীসের এতো দু:খ তোমার?
তুমি মৃত্যুর মতো শ্বাশত
তুমি জন্মের মতো প্রাচীন।
১৬ই জানুয়ারি, ২০২৪
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৬:১৩