মৃতের মিছিল যায় পায়ে পায়ে
সিঁদেল চোরের মতো আমিও যাচ্ছি
অর্গানিক অনুপ্রাসে বেলায়েতখাঁর অজোর আর্তি
নিরীশ্বর আমি ভিসুভিয়াস গিলাফে তোমাকে দিয়েছি ঢেকে
তোমার তলদেশে গেঁথে দেবো গোটাকয় পুষ্পবীজ
এই-নিয়ত বীপ্সায়
আমার বীর্যবান অস্হিসমূহ, রাক্ষুসী আলিঙ্গনের মায়ায়..
তোমাতে জড়িয়ে যাই, -শান্তাখালা
তুমি আমার জিরেনিয়াম, মনি-মঞ্জুষা
ন য় ন ভ রি য়া যা ও
এইবার শতো-সন্দর্ভে আমার শান্তাখালা-ই ষোলকলা
আমার সকল সনির্বন্ধে
পুতজল-পাত্রের মঙ্গলঘট, আমার নমস্য...
-----------------------------------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



