আমার আম্মা একটি জমি কিনতে চায়, সাভারে। তাই সে আমার ভাইয়ের এক বন্ধুর সাথে যোগাযোগ করে। অতঃপর সে একটি লোকের সাথে আম্মাকে পরিচয় করিয়ে দেয়, যে জমিটি বিক্রি করবে। লোকটির নাম:
মোঃ রমজান আলী
পিতা: মরহুম আরমান আলী
সাং: বাঘুটিয়া, ফকিরপাড়া
থানা: দৌলতপুর
জেলা: মানিকগঞ্জ
এই লোকটি সাভার উপজেলার বাঁশবাড়ী মৌজা নামক বাসস্থিত
মোঃনেদু শিকদার
মোঃগেদু শিকদার ও
মোঃছফুরদ্দিন শিকদার
পিতা: মরহুম জব্বর শিকদার
সাং:কাচাইবাড়ী
থানা:সাভার
জেলা:ঢাকা
এই লোকগুলোর কাছ থেকে কিনে নেন। স্বত্ব বিক্রিত নাল জমির পরিমাণ ছিল ১৫ শতাংশ মাত্র। তিনি মং ১,০০,০০০ টাকার সাফ কবলা দলিলসহ ক্রয় করেন। জমিটি সাভার ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার অন্তর্ভূক্তও বটে।
বর্তমানে লোকটি আমার আম্মার কাছে ৪ শতাংশ জায়গা ১০ লাখ টাকা দাবি করে। আমার আম্মা কিনতে রাজী হয়েছে। কিন্তু এখন সমস্যা হলো আমাদের কোনো লোক না থাকায় কেউ ঐ জায়গায় কোন সমস্যা আছে নাকি জানতে পারছিনা। আপনারা কেউ যদি ঐ এলাকার হন তাহলে দয়া করে জানাবেন কি ঐখানে কোন সমস্যা আছে নাকি? অথবা আপনাদের কোন ব্যক্তিগত কোন অভিজ্ঞতা থাকলে শেয়ার করেন। জমিটি সম্পর্কে আর কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন।
আর সর্বোপরি আমি এইগুলো সম্পর্কে কিছু বুঝি না। তাই কোথাও ভুল করলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






