তোমাকে নিয়ে আরো একবার কাঁদবো বলে
এবছর একটা বর্ষা তুলে রেখেছি হাতে,
তাইতো এবছর বর্ষা তার স্বাভাবিক রূপ হারিয়েছে
নেই তেমন বৃষ্টিও
বৃষ্টির জল তাই তেমন ছুঁয়ে দেখোনি এবার,
ভেতরে বাহিরে খরতাপ আর ভ্যাপসা গরমে অস্থির যেনো সবকিছু
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবও তাই পাশের দেশে।
সবই আগামী বছরের জন্যে জমা করে রেখেছি
বর্ষা, বৃষ্টি আর আমি একসাথে কাঁদবো বলে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



