ম্যাথ সার্কেল ধারণাটা আসলে অনেক পুরানো। রাশিয়া, হাঙ্গেরি বা যুক্তরাষ্ট্রের মত দেশগুলোতে ম্যাথ সার্কেল বা চেস ক্লাব অনেক বছর ধরেই আছে। যেমন আমেরিকার Berkeley Math Circle। এইসব জায়গা থেকেই সেসব দেশের সবচেয়ে জিনিয়াস মানুষরা বের হয়। তবে আমাদের দেশে অবশ্য এই ধারণাটাই নতুন। তাই আগে বলে নেই ম্যাথ সার্কেল আসলে কী। ম্যাথ সার্কেল মানে হল এমন একটা জায়গা যেখানে ছোট ছোট বাচ্চারা কঠিন (এবং নন স্ট্যান্ডার্ড) সমস্যা নিয়ে চিন্তা করবে এবং সেখানে তাদের গণিতের মজার এবং ধ্রুপদী বিষয়গুলোর গুলোর সাথে পরিচয় করে দেওয়া হবে।
অনেকদিন ধরেই ভাবছিলাম যে কিছু আমার শহরে একটা শুরু করা দরকার। কারণ যে শহরে এতদিন ধরে আছি, তার প্রতি সামান্য কিছু দায়িত্ব তো আছে। আর এখানে আমার পরিচিত অনেকেই এই ব্যপারে উৎসাহী ছিলেন। সে কারণে শেষ পর্যন্ত অনেকের উৎসাহে কাজটা শুরু করে দিলাম। প্রথমেই মুনির হাসান স্যারকে জানিয়ে দিলাম, যাতে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে এই খবরটা দিতে পারেন। আমরা ক্লাস শুরু করেছি এইমাসের ১৩ তারিখ। ক্লাস ৩-১১ পর্যন্ত তিন গ্রুপের ছাত্র-ছাত্রীদের আমরা এখানে ক্লাস করাচ্ছি। আমাদের লিমিট ছিল ৫০ জন। খুব তাড়াতাড়িই সেটা পূর্ণ হয়ে গেছে। তাই আমাদেরকে ভর্তি বন্ধ করে দিতে হয়েছে। আগামী মাসের ৪ তারিখ পর্যন্ত প্রথম কোর্সটা চলবে। আপাতত আমাদের উদ্দেশ্য তাদেরকে আগামী ৯ তারিখের বিভাগীয় গণিত অলিম্পিয়াডের জন্য প্রস্তুত করা।
তবে পরবর্তীতে আমরা সারা বছর ব্যাপী যে কার্যক্রম চালাবো সেখানে মাসে ৪ টা ক্লাস রাখা হবে এবং এখানকার ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধানের আরও অনেক কৌশল এবং গণিতের আরও অনেক বিষয় শেখানো হবে যেগুলো স্কুলে খুব একটা শেখানো হয়না।
তবে শুরুতেই প্রচন্ড ধাক্কা খেয়েছি অনেকগুলো বিষয় নিয়ে।
আমিও বেশকিছু ক্লাস নিয়েছি। তবে প্রবলেম সলভিং-এর উপর সব ক্লাসগুলোই আমাকে নিতে হয়েছে।
এছাড়া আরও কয়েকজন ছিলেন যারা এইসএসসি পাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেস। তাদের মধ্যে কয়েকজনও ক্লাস নিয়েছেন। আমরা এরই মধ্যে প্রস্তুতি হিসেবে একটা Mock Test এর ব্যবস্থা করেছি। সামনে আরেকটা টেস্ট আছে।
আর আমাদের বিভিন্ন বিষয়, যেমন চেয়ার ভাড়া করা, রুম ভাড়া করা বা মার্কার কেনা এসব দেখাশোনা করেছেন সাব্বু ভাই। উনি না থাকলে আসলে এই জিনিসগুলো আমার পক্ষে একা সামলানো সম্ভব হত না।
আরও একটা কাজ করেছি সেটা হল আমাদের ম্যাথ সার্কেলের একটা ওয়েব সাইটও তৈরী করেছি।
আমাদের ম্যাথ সার্কেলের এই ওয়েবসাইটে গণিত অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য বিভিন্ন আর্টিকেল এবং গাইডলাইন পাওয়া যাবে। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ সংযোজন হল প্রবলেম সলভিং এর জন্য বিভিন্ন লিঙ্ক(বর্ণনা সহ)।আর ম্যাথ সার্কেলের বিস্তারিত তো থাকছেই।
(আমার পরীক্ষা শেষ হলে আগামী মাসে ওয়েবসাইটটিকে আরও পরিবর্ধন করতে পারব বলে আশা করি।)
আমাদের ওয়েবসাইটের ঠিকানা:
http://sites.google.com/site/kmckbd/
http://kmcbd.tk/ (এটা আসলে কেবল ফরোয়ার্ডিং সার্ভিস, মূল ঠিকানা উপরে)
___________________________________
মূলত আমাদের ম্যাথ সার্কেলের ওয়েবসাইটকে সবার কাছে পৌছে দেবার জন্যই এই পোস্ট। কারণ আমার মনে হয় যারা গণিত অলিম্পিয়াডে অংশ নিতে যাচ্ছে তাদের জন্য ওখানের এই নোটগুলো এবং গাইডলাইন উপকারী হবে (অনেকগুলো নোট গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটেও আছে)। সবার কাছে যেন এগুলো পৌছে যায় তারজন্যই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আশা করি সবাই আপনাদের পরিচিতজনদের মধ্যে যারা গণিত বা সমস্যা সমাধানে উৎসাহী, তাদের সাথে এটা শেয়ার করবেন। সবশেষে সবার শুভকামনা আশা করছি।
আর সবাইকে নববর্ষের অগ্রীম শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




