আমি কখনও বলিনি বৃষ্টি হবে অশ্রু ধারায়,
আমি কখনও বলিনি মেঘ নামাবো অমিয়ও ধায়ায়।
আমি কখনও বলিনি ফিরে আসবো এই গাছের ছায়ায়,
আমি কখনও বলিনি ছবি হয়ে ফিরবো এই বটের ছায়ায়।
আমি কখনও বলিনি অন্ধকার নামবে এই সন্ধ্যা ছায়ায়,
আমি কখনও বলিনি কম্পিত হবো তোমার মায়ায়।
আমি কখনও বলিনি নৌকায় দুলবো, তোমার হাতের ছোয়ায়,
আমি কখনও বলিনি আবার আসিব ফিরে এই বাংলায়।
আমি কখনও বলিনি আমার মায়ের রক্ত ঝরেছে মাটির কায়ায়,
আমি কখনও বলিনি স্বাধিনতা পেয়েছি তবু কেন সংশয়।
আমি আবার আসিব ফিরে যদি ঝদি আসে নীরে,
যে বাংলায় নেই কোন সংশয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



