শিরক হচ্ছে আল্লাহর পবিএতা ও সেফাত বা গুনাবলীর কোনটির সাথে অপর কোন ব্যক্তি বা বস্তূকে অংশীদার সাব্যস্ত করার নামই শি্রক।ইহা প্রকৃত ঈমান লাভের পথে প্রধান বাধা। ইহা ঈমানকে সমুলে ধ্বংস করে দেয়।ইমান ও শিরক সম্পুর্ণ বিপরীতধর্মী। শিরক হলো ২ প্রকার।বড় ও ছোট।বড় শিরক :আল্লাহর সাথে কাউকে শরীক করা বা মৃত অনুপস্হিত ব্যক্তিকে ওসিলা করে দোয়া করে আল্লাহর নৈকট্য কামনা করা বা তাদের দ্বারা আল্লাহর নিকট আশ্রয় প্রাথ´না করা।এরুপ করা বড় ধরণের শিরক।আর এ কারণেই রাসুল(স
উসিলা মানে কি? এর অর্থ হচেছ মাধ্যম।আর এই মাধ্যমটি হতে হবে শরীয়ত মোতাবেক।নিজের খেয়াল খুশী অনুযায়ী হলে হবে না।উসিলা আল্লাহর নামের উপর করা যায়েজ-এটা আল্লাহই নি´ধারণ করে দিয়েছেন সূক্ষভাবে।তিনি বলেছেন:-মহান আল্লাহর অনেকগুলো সুন্দর নাম রয়েছে তাকে তোমরা সেগুলো দ্বারা ডাকো।বাদ বাকিগুলো রাসুল(স
নিজের তওবাকে উসিলা করে বান্দা আল্লাহর নৈকট্য কামনা করবে।যেমন বান্দা বলবে:হে আল্লাহ!আমি আপনার নিকট তওবা করছি,অতএব আমাকে মাফ করুন।আপনার নেক আমলকে উসিলাও করতে পারেন।যেমন:নামাজ,রোজা,কুরআন তেলওয়াত ইত্যাদি।এর প্রমাণ হল গুহায় প্রবেশকারী ৩ ব্যক্তির ঘটনা ।তারা গুহায় প্রবেশের পর একটি পাথর গুহা হতে নির্ঘমনের পথ বন্দ্ব করে দেয়।তখন তারা এ বিপদ মুক্তির জন্য তাদের সর্বশেষ্ট নেক আমলকে উসিলা করে আল্লাহর নিকট দোয়া করে এবং আল্লাহ তা কবুল করে তাদের বিপদ মুক্ত করেন। ।এ হাদীস বুখারী ও মুসলিম শরীফে বিদ্যমান রয়েছে। মনে রাখবেন, মহান আল্লাহ শুধুমাএ সে দোয়াই কবুল করেন,যে দোয়া তার শরীয়ত সম্মত। উদাহরণস্বরুপ এই প্রসংগে একটা ঘটনার বর্ণনা করা যেতে পারে।হযরত হাসান বাছরী(রহ
-------------------------------------------------------------------------
রেফারেন্সের জন্য দেখুন:বাদশাহ ফাহাদ কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য অনুদিত পবিত্র কুরআনুল কারীমের বাংলা অনুবাদ ও তফসির এর সুরা আল মায়েদাহ এর ৩২ থেকে ৩৬ আয়াতের ব্যখ্যা ও তফসির।পৃষ্টা নং ৩২৭ । সম্প্রতি ইসলামী গবেষণা সংস্হায় সৌদি থেকে প্রকাশিত শিরকের বাহন নামক বইতে এই তথ্য মিলেছে।হাজী সাহেবদের সাথে যোগাযোগ করে ঐ বইটি পড়ার অনুরোধ রইল। বাংলায় প্রকাশিত ইসলামী বই ১০০% বিনামূল্যে আপনার বাড়ির ঠিকানায় পেতে এই ইমেইল এড্রেসটি ঝটপট কপি করে আজই ইমেল করুন.
[email protected]
চোখে পড়ল আরও একটি নতুন ফোরম।সময় পেলে ঘুরে আসুন:
http://www.esogori.forum5.com/
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০০৭ বিকাল ৫:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




