যে পথে যায় রে পাওয়া আলোর দেখা
চলছি সে পথ।
সে আলো মন ভুলালো রাতের কালো পড়লো ঢলে।
সে আলোয় ক্ষ্যাপা বাউল
আপন সুরে পথ হারালো
রাতের বুকে রাত কাটালো।।
হৃদয়ের আকাশটা যে ঢেকেছিলো
আঁধার মেঘে
জীবনের কষ্টগুলো জমে ছিলো
মেঘের মতই জমাট হয়ে।
সে মেঘে ভোরের আলো
রঙ ছড়ালো নরম ছোঁয়ায়
রঙে মন রঙিন হলো
অন্তবাসি অন্ধ মনের অন্য চ্ওয়ায়।
ওরে মন প্রেম পিয়াসী ওরে মন আধাঁর কালো
সে আলো মন ভুলালো রাতের কালো পড়লো ঢলে।

সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



