সংস্কৃতি বলতে কি বুজস,শিপলু? এইত পোশাক, রুচি , কথা বলার ভংগি পরিবর্তন, এই আর কি।সোহান বলে, আরে নাহ! আমাদের দেশের যে কালচার আছে সেটাকে আরো নতুন করে তুলে ধরা। অব্যয় বলে ,কি সংস্কৃতি নিয়া এত মাথা গামানোর কি আছে।। মামা, শিলা কি জাওয়ানি গান টা ফাটাইয়া ফালাইছে।বিজয়...ঃকিরে ভাই আজকে দেশক্ত বোধক গান গাইবে।।অনেক গান আছে , যা গুলা শুনলে শরীরের পশম দাঁড়িয়ে যায়।হা...হা...।তুই এখনো গেও ভুতই থেকে গেলি।।অব্যয়ঃ...আজকের এই কনসার্ট টা গতকালকে ২১শে ফেব্রুয়ারিতে দিলে জমত ভালো।কিরে শিপলু ...কি গান শুরু করছে...পোলা তো নয় যেনো আগুনের গোলা।হা...হা...একটু আগের ওই মেয়েটা ভাল হিন্দি গানের রিমিক্স গাইল।
হ্যলো বন্ধুরা ...আমার সাথে আপনাদের ও সবার গাইতে হবে..এবং নাচতে হবে।।.
শিলা কি জাওয়ানি...
ওওওওওওওওওওওওওওওও........................মামা এই বার জম্বে...।চল সামনে জাই।।নাচতে হইব এই গান টার সাথে...।
.........।।
......।
বন্ধুরা...।ওম মঙ্গেলম...
জটিল...।
রিং...রিং...।হ্যলো ।।মম...। হ্যা ...সোহান কথায় তুমি...মা আমি এইত কনসার্ট এ আছি।।মম ।।ভালো ভালো হিন্দি গান গাইতেছে..।।.মম ...আমি আজকে বাসায় আসব না...এখান থেকে ডিজে পার্টিতে যাব...যাবক আছে কাল সকালে তারাতারি আসিস।ওকে মম।।বাই..।।
বন্ধুরা ... ফেব্রুয়ারি মাস.।ভাষার মাস।এই দিনে অনেকই ভাষার জন্য শহীদ হয়েছেন...।ইত্যদি...।ইত্যদি...।
এখানেই শেষ করলাম...।ভালো থাকবেন।।
প্রিয় ব্লগার রা ..।আপনারা হয়ত কিছুটা বুজতে পারছেন ।আমি কি বলতে চাইছি।।
কথা টা যেমন ঠিকে ,যে, অপরের সংস্কৃত কে না জানলে নিজের সংস্কৃতি টাকে ভালো করে জানা বা বোজা যায় না।তার মানে অপরের সংস্কৃতি টাকে অনুসরন করে নিজেদের টার সাথে আগে দুইটি বর্ন লাগিয়ে অপসংস্কৃতি করে নতুনত্ত রুপ দেয়া।
আজকে আমাদের বাসার পাশেই উক্ত কন্সার্ট টি অনুষ্ঠিত হয়।
আমরাই এখন পর্যন্ত আমাদের সংস্কৃতি টা সম্পরকে সুস্পট ধারনাটা পাইনি বা কাউকে দিতে পারিনি...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




