আজ ১৪ এপ্রিল বিকাল ৪ টায় শাহাবাগে গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ। ধারনা করা হচ্ছে ঐ সমাবেশে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হবে। হেফাজতের সমাবেশকে টক্কর দেওয়ার জন্য এই সমাবেশের আয়োজন।
ভোর ৬টা হতে হাজার হাজার মানুষ শাহাবাগে গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ উদ্দেশ্যে রওনা হবে। সকালে রোদ থাকে বলে মহাসমাবেশ আসা নর-নারীগন রমনাপার্কে বটগাছের ছায়ায় বিকেল পর্যন্ত বিশ্রাম নিবেন। সেখানে তাদের মনোরঞ্জনের জন্য "ছায়ানট" মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করেছে।
এইবার কিন্তু বিরিয়ানি দেওয়া হবে না। এবারের আইটেম "পান্তাভাত ও ইলিশ মাছ" । বাজেট ঘাটতির জন্য খাবার ফ্রী দেওয়া হবে না। কিনে খেতে হবে।
হেফাজতিরা নাকি হেটে তাদের মহাসমাবেশে এসেছিল। তাই এই মহাসমাবেশেও হেটে আসতে হবে। বাংলামটর থেকে রাস্তা বন্ধ থাকবে। এছাড়া হেফাজতিদের "অলিখিত" ড্রেসকোড ছিল 'সাদা পাঞ্জাবি ও টুপি'। তাই আমাদের মহাসমাবেশের "অলিখিত" ড্রেসকোড "সাদা/লাল শাড়ি, সাদা/লাল পাঞ্জাবি" ।
সকালে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে "মঙ্গল শোভাযাত্রা" নামে একটি মিছিলের আয়োজন করা হয়েছে। "গণজাগরণ মঞ্চ দেশের মঙ্গল চায়" জনগনকে এটা বুঝাতেই এই "মঙ্গল শোভাযাত্রা" আয়োজন করা হবে।
কড়া রোদের মধ্যেও হাজার হাজার নর-নারী এই "মঙ্গল শোভাযাত্রা"য় অংশগ্রহন করে গণজাগরণ মঞ্চের প্রতি তাদের সমর্থন জানাবেন।
মহাসমাবেশ ফাঁকি দেওয়া চলবে নাঃ মহাসমাবেশে ফাঁকি দিয়ে এদিক-ওদিক ঘোরাফেরা করা যাবে না। কেউ যেন মহাসমাবেশ ফাঁকি দিতে না পারে তাই, পুলিশ বিকাল ৫ টার মধ্যেই রমনা পার্ক ত্যাগ করার নির্দেশ দেয়েছে।
সবাইকে ১৪ এপ্রিল বিকেলে মহাসমাবেশে আশার আমন্ত্রন জানিয়ে শেষ করছি।
জয় বাংলা
জয় ......
বিঃ দ্রঃ সবাইকে শুভ নববর্ষ।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




