
সামনের ইলেকশনে যদি ডিপস্টেট, জামাত ও এঞ্চিপির যৌথ প্রচেষ্টায় 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং' বা 'মেকানিজম' হয় (যেটার সম্ভাবনা নিয়ে অনেকেই আলোচনা করছেন অনলাইন-অফলাইন-দুই জায়গাতেই), তবে কি বিএনপি সেটা ঠেকাতে পারবে? পারবে কি সেই মেকানিজমের বিরুদ্ধে পাল্টা মেকানিজম করতে? সেই কাজের জন্য পর্যাপ্ত সময় কি আর তাদের হাতে আছে? আমার তা মনে হয় না! কাজেই তারেক রহমানের সমাবেশে লাখ-লাখ লোকের উপস্থিতিতের কোনো চূড়ান্ত মাহাত্ম্য কি আছে?
এখনো বিশ্বাস করি ভোট সলিড ও সুষ্ঠু হলে বিএনপিই ক্ষমতায় আসবে...কিন্তু মেকানিজম হলে, আমার ধারণা ফলাফল ঘোরতরভাবে বিএনপির বিপক্ষেই যাবে!
এটা যদি বিএনপি ঠেকাতে না পারে...??
মনে পড়ে যাচ্ছে, পলাশীর যুদ্ধের সেই স্মৃতি...বিপুল সংখ্যক সৈন্য নিয়ে নবাব সিরাজউদ্দৌলাহর বাহিনি বিশ্বাসঘাতকদের প্ররোচণায় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ না করে স্রেফ দাঁড়িয়ে ছিল। দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী দল হবার পরও নিজেদের সঠিক রাজনৈতিক কুশলতার অভাবে কোটি কোটি কর্মী সমর্থক নিয়ে বিএনপিও কি দেশের ও গণতন্ত্ররের পতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? দেশবিরোধী ও উগ্রবাদীদের হাতে দেশের ক্ষমতা চলে যেতে দেখবে??
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



