পত্রিকা সাধারণত পড়া হয় না কিন্তু আজ প্রথম আলোতে দুটি খবর ভালো লাগলো তাই শেয়ার করলাম-
১.
অবশেষে দেশের তফসিলি ব্যাংকগুলোকে অনলাইনে অর্থ লেনদেন করার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বাংলাদেশে ইলেকট্রনিক বাণিজ্য বা ই-কমার্সের সূচনা হলো।
বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক দেবাশীষ চক্রবর্তীর সই করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে ব্যাংকগুলো চার রকমের ই-কমার্স সেবা দিতে পারবে। এসব সেবা হলো: অনলাইনে গ্রাহকের নিজ হিসাব থেকে প্রাপক পক্ষের হিসাবে সেবাসমূহ বা ইউটিলিটি বিল পরিশোধ, গ্রাহকের এক ব্যাংক হিসাব থেকে একই ব্যাংকের অন্য গ্রাহকের হিসাবে অনলাইনে অর্থ স্থানান্তর, ক্রেতার ব্যাংক হিসাব থেকে বিক্রেতার ব্যাংকে মূল্য পরিশোধ এবং স্থানীয় মুদ্রায় ইন্টারনেটে ক্রেডিট কার্ডে লেনদেন করা।(এটাকি শুধুমাত্র স্থানীয় মুদ্রায় ??)
লিংক- Click This Link
২.
উবুন্টু ৯.১০ বের হয়েছে।ডাউনলোড দিছি।
কিন্তু ৯.০৪ এ আমি সিটিসেল জুম থেকে কানেক্ট করতে পারিনি নতুন ভার্সনে পারবো কিনা বসরা একটু আওয়াজ দিয়েন।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



