নীলনদ সম্পর্কে কথ্য বর্ণনা শুধু এত টুকুই যথেষ্ট যে, ৬৬৯৫ কিলোমিটার দীর্ঘ, পৃথিবীর সর্ববৃহৎ নীলনদ পৃথিবীর দশটি দেশ অতিক্রম করেছে। দেশগুলো হলঃ ১) বুরুণ্ডি ২) রুয়াণ্ডি ৩) তানজানিয়া ৪) কেনিয়া ৫) জায়ারে ৬)উগাণ্ডা ৭) ইথিওপিয়া ৮) সুদান ৯) এরিত্রিয়া ১০) মিশর।

আরবি মানচিত্রটি দেখুন।

সুদীর্ঘ নয়টি দেশ পাড়ি দিয়ে ভূ-মধ্যসাগর হয়ে 'দুমিয়াত' জেলাধিন র'সুল বার নামক স্থান হয়ে নীলনদ প্রবেশ করেছে মিসরে। প্রবেশ স্থলে মিশরীয় একদল দামাল ছেলেদের সাথে ব্লগার।

ভূ-মধ্যসাগর থেকে নীলনদ প্রবেশ করছে আপন মহিমায়।

প্রবেশ স্থলে ব্লগার।

পাশেই ভূ-মধ্যসাগর।

মাছ শিকারের অভিনয়ে।

চাইলে এ রকম ছোট ছোট ট্রলারে করে ঘুরতে পারেন।

অনেকেই ভূ-মধ্যসাগর ও নীলনদের মিলন স্থল এই স্থানটিকেই মনে করেন আল-কুরআনে বর্ণিত 'মাজমাউল বাহরাইন' বা 'দুই সাগরের মিলন স্থল'।

এই হারানো মুহূর্ত যেন ছিল স্বর্গীয় উপভোগ্য।

এখানেরই কয়েকটি বিশেষ দৃশ্য।

আরেকটি ছবি।

আজকের পথচলা এখানেই শেষ করছি।

আরো বেশি ছবি এই পোষ্টে কেমন লাগল জানাবেন। পরবর্তী পর্বে ইন শা আল্লাহ হাযির হব রাতের স্বর্গীয় নীলনদের অসাধারন ছবি নিয়ে।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৮