Camera eats first ক্যামেরা আগে খায় হলো, লোকেরা খাওয়ার আগে ডিজিটাল বা স্মার্টফোন ক্যামেরা দিয়ে তাদের খাবারের ফটো তোলার আচরণ এবং সাধারন বৈশ্বিক ঘটনা, বেশিরভাগই ফটোগুলি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। আপনি তারা তাহারা উনারা কেনো করেন এই কাজ? ছবি তুলে কাকে কি দেখাতে চান? নাকি আপনার বিজনেজ প্রোমোশান? চামুচ, থালার বিজ্ঞাপন?
১। আপনি মাসে ১-২ বার রেস্টুরেন্টে খেতে আসেন, তার এটা কে স্মৃতি হিসেবে ধরে রাখতে চান, আপনি যখন অনেক দিন পর সেই খাবারের ছবি দেখবেন, আপনার হয়ত সেদিন এর কথা মনে পড়বে কিংবা সেই খাবার আবার খেতে ইচ্ছে করবে।
২। আপনি এই খাবারের ছবি তুলে, বাসায় এসে ছবি দেখে দেখে ঠিক একই রকম খাবার বানাবেন।
৩।আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দের দেখাতে চান যে, আপনি খরচ করে দামি খাবার খেতে পারেন।
৪। আপনি স্ট্যাটাস মেইন টেইন করতে চান।
বর্ধিত সংযোগ এবং সন্তোষজনক মানসিক চাহিদা এর পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক শ্রেণীবিন্যাস প্রকাশ করানো হয় তারা কী খাবার খায় আর কোথায় খায় তা দেখানোর মাধ্যমে।
আমি মনে করি এটি একবিংশ শতাব্দির একটি সামাজিক ব্যাধি, কারন আপনি খাবারের ছবি আপনার গরিব বন্ধু বান্ধব আত্মীয়দের দেখাতে চান, দেখাতে চান আপনি অনেক" কুল" এবং প্রগতীশীল সুশীল সমাজের সদস্য, আপনি সেই খাবারের ছবি দিয়ে দেখাতে চাইলেন আপনি এলিট ক্লাবের সদস্য এবং আপনি অনেক সুখী।
আপনি খাবারের ছবি তুলে আপলোড করেন, কারন প্রতিদিন আপনার সেই খাবার খাওয়ার যোগ্যতা নাই। আপনি ভাত, ডাল, লাক শাক, টমেটো ভর্তা এর ছবি তুলে স্যোশাল মিডিয়াতে দেন না কেনো? দেখতে খারাপ?
ছবি তুলতে দোষ নেই, কিন্তু আমি আপনার নিয়্যত জানি, আপনারা স্যোশাল মিডিয়াতে সবাই দেখাতে চান যে আপনারা অনেক সুখী।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:০৯