দুর্গন্ধ যুক্ত পরিবেশ এ আপনি গেলেন, আপনার অসস্তি লাগবে, ১ দিন ২ দিন ৩ দিন ৪ দিন পর আপনি সেই দুর্গন্ধের সাথে অভ্যস্ত হয়ে যাবেন।
ঘর থেকে বের হবেন, পায়ে পায়খানা লাগবে, পেশাবের ছিটা, ভিজা ময়লা এবং শখানেক আবর্জনা উপর ডিগবাজি খেয়ে রাস্তায় নামবেন।
আমাদের ঢাকা শহরে ৯০% মানুষ ঢাকার আদি বাসিন্দা নয়। তারা যে পরিবেশ থেকে এসেছে তারা চাইবে তাদের সেরকম পরিবেশ ই রাখতে, এর জন্যে এই সব ময়লার ভাগাড় দুর্গন্ধ তাদের জন্যে সকালের নাস্তার মতন।
আপনি রাস্তায় দাঁড়ায় নুনু বের করে পেশাব করতে পারবেন, অই পেশাবের পানি ডিংগায় আমরা রাস্তা দিয়ে হাটবো, আবার যে যেখানে পারে ফুটপাথে দোকান দেয়, ফুটপাথে দোকান তো ছিলই, এখন রাস্তার সাইডেও দোকান। দোকানের মালামাল অর্ধেক রাস্তায় অর্ধেক ফুটপাথে।
আমাদের কারোর এটা নিয়ে মাথাব্যাথা নেই, কারন এগুলা দেখা রক্ষনাবেক্ষন এর দায়িত্ব সিটি কর্পোরেশনের, আপনার কোনোমতে গন্তব্যে যেতে পারলেই হলো, আপনি হয়তো গাড়ি দিয়ে যাবেন, সেই দুর্গন্ধ পাবেন না, কিন্তু আমরা প্রতিনিয়ত সেই দুর্গন্ধ নিয়েই বাস করবো।
তবে হ্যা মোটা দাগে লিখলাম, সেনাবাহিনীদের এলাকা আবার খুবই পরিছন্ন, খুবই নিয়ম কানুন দিয়ে পরিবেষ্টিত, তাই তো বলি, তারা মনে করে তাদের এলাকা সুন্দর থাক আর ঢাকার বাকি এলাকা ভাড় মে যাক।
আমি চেয়েছিলাম, আমার বাসার ড্রয়িংরুমের মতন পরিষ্কার পরিছন্ন থাকবে আমাদের রাস্তা এবং ফুটপাথ। কিন্তু খুবই নিম্ন জাতের মানুষ রা এই শহর পরিচালনা করছে।
আমাদের কোনো মতে বাচতে পারলেই হলো।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৪