তোমার ছোঁয়ায় তোমার কথায় বেধেছি এ গান,
তোমার তরে হাসি মুখে দিতে পারি জান ।
আমি আজও তোমায় নিয়ে ভাবছি
তোমায় ছবি বুকে নিয়ে সকাল দুপুর হটছি।
এটা আমার তোমায় নিয়ে তুমি ময় গান
তোমায় ছাড়া আর কি ভালো থাকে এ প্রাণ।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




