তখন স্কুলে। ছুটিতে মধ্য বাড্ডায় ফুপী-র বাসায় বেড়াতে গেছি। দেখি এই বই ছাড়া আর কিছু নাই। ( ছিলো, অক্সফোর্ড ডিকশনারী। ওইটা একটা better alternative ছিলো, যেটা পরে বুঝেছি )। মেজাজ খারাপ।
তখন বন্যার সময়, নিচে পানি। ভাবলাম নৌকায় বসে বই পড়ি, ডেল কার্নেগী-ও ভাল লাগতে পারে। আমি কি আর জানি যে ভালো নৌকাটা নিয়ে ফুপাত ভায়েরা বাজারে গেছে? আর আমি জানি যে এই নৌকাটায় ফুটা?
মিনিট দশেক পরে, যথারীতি বিশাল ভূমিধ্বস (পানিধ্বস-কোমরপানিতে); আমি কিন্তু এক হাত উঠিয়ে বই পানির উপরে। দোতলা থেকে যখন সাহায্য আসলো, সবার আগ্রহ তখন আবার দোতলায় ফিরে যাবার দিকে। আলমারীতে ক্যামেরা আছে...
এবং মা-র ছবি তোলার আগ্রহ সবচেয়ে বেশী...
যাই হোক, এই স্ট্যাচু অফ লিবার্টি-র মিনিট বিশেক শর্ট ট্যুর+ফটোগ্রাফি শেষে আমাকে উদ্ধার করা হলো। সে ছবি এখনো আছে ফুপী-র বাসায়(আমার বাসার-টা আমি গুম করিনাই)।
ছবির শিরোনাম...উন্নত জীবন (আমি ওই অংশটাই পড়ছিলাম)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




