আজকের এই পোস্টটা লিখার কোন ইচ্ছাই ছিল না, তবে বাধ্য হয়ে লিখতে বসলাম। আজ সবে মাত্র ১০ম রমজান চলছে এরই মধ্যে মানুষের ঈদের কেনাকাটার ধুম পরে গেছে! আসলে এখনও সমাজের কিছু মানুষ বুঝতে পারেনি যে ঈদ কি জিনিষ। এই সংযমের মাসেও সারাদিন কেনাকাটায় বেস্ত!
কাহিনির শুরু যেথায়!
এই কিছু দিন আগে সময় টিভিতে ঈদ কেনাকাটার একটা অনুষ্ঠান দেখছিলাম, উপস্থাপক এক মহিলাকে জিজ্ঞেস করলেন কি কিনলেন মহিলা বলল একটা শাড়ি আর দুইটা থ্রী পিস কিনেছেন। তো দাম কত পড়লো জিজ্ঞেস করার পর মহিলা বলল শাড়ি ৩৫ হাজার টাকা আর থ্রী পিস একটা ১২ হাজার ও আরেকটা সাড়ে নয় হাজার টাকা!!
তারপর উপস্থাপক যথারীতি আর কিছু মেয়ের কাছে গিয়ে তাদের কেনাকাটা সম্পর্কে জানতে চাইলো, সবারই প্রায় একই অবস্থা। এর মধ্যে সবার শেষে একটি মেয়ের কাছে জানতে চাইলো তুমি কি কি নিয়েছ? মেয়েটি বলল এই একটা থ্রী পিস নিলাম ১৪ হাজার টাকা দিয়ে আর স্যান্ডেল নিলাম ২৫শ টাকা দিয়ে। উপস্থাপক জানতে চাইলো আর কিছু কিনেছেন কিনা, মেয়েটি বলল সবেতো রোজা শুরু মাত্র কেনাকাটা শুর করেছি ঈদের আগে আর অনেক কিছু কিনতে হবে!! আরও কিছু থ্রী পিস, লেহেঙ্গা ও কসমেটিক সামগ্রী কিনতে হবে!!
রমজান ও ঈদের শিক্ষা কি?
আজ আমরা মুসলিমরা রমজান ও ঈদের মূল শিক্ষা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। হাজার হাজার টাকার কাপড় চোপড় কেনাকাটাতে বেস্ত আছি, তবে কখনও চিন্তা করে দেখিনি যে আমার অন্য দুঃখী ভাইটি কি খেতে পেরেছে কিনা। কেউ পোলাউ কোরমা বিরিয়ানি খাবে আর কেউ না খেয়ে মরা যাবে ইসলাম একে সমর্থন করে না।
কি করতে হবে আমাদের?
আসুন এই ঈদে যততুকু কেনাকাটা না করলেই নয় তারচেয়ে বেশি কেনাকাটা না করি, নিজের কেনাকাটার টাকা দিয়ে আরেকটি গরীব বাচ্চাকে একটি জামা উপহার দেই। আর ঈদের দিন অযথা টাকা খরচ না করে নিজ হাতে গরীবদের মুখে কিছু তুলে দেই, ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




