ইন্সটিটিউট অব ইন্জিনিয়ার্স বাংলাদেশ কর্তৃক পরিচালিত এ এম আই ই (বিএসসি ইন্জিনিয়ারিং সমমান) কোর্সে ভর্তি চলছে।
ভর্তির নূন্যতম যোগ্যতা ---
১।ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং পাশ বা ৮ম পর্বে অধ্যয়ণরত
অথবা
২।এইচ এস সি (বিজ্ঞান) বিভাগ থেকে পাশের পর কোন ইন্জিনিয়ারিং ফার্মে ২(দুই) বছর বাস্তব কাজের অভিজ্ঞতা।
অনান্য ইন্জিনিয়ারিং কোর্সের তুলনায় কম খরচে ও কম সময়ে পাশ করে বের হওয়া যায়।
পাশের পর আছে নিশ্চিত কর্মসংস্থানের হাতছানি......
সামু তে এ কোর্সের ছাত্র বা পড়তে আগ্রহী কেউ থাকলে অনুগ্রহ পূর্বক যোগাযোগ করবেন----
আমরা বিভিন্ন অনলাইন গ্রুপ,ফোরাম বা ওয়েব সাইটের সাহায্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ কোর্স কে আরও সহজলভ্য ও জনপ্রিয় করে তুলতে চাই....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



