জানি না আমার লেখাটা শাহজাহান চৌধুরী পর্যন্ত পৌছবে কিনা।
যদি যায় তাহলে প্রবীণ কারা বন্দী নেতা
মনোযোগ দিয়ে একটু পইরেইন। পারলে উত্তর দিয়েন
দীর্ঘ দাড়ি। দেখতে ভদ্র মনে হয়
সাদা পাঞ্জাবি পড়া ঝামাত নেতা বক্তব্যতে পারদর্শী ।
আদালতটাকে পল্টন ময়দান বানাইয়াছেন্।
আপনি নিজের দোষ তো স্বীকার করেলইন না। আবার আগ বাড়িয়ে বলেন, আমার ঘরে কে আমি কলা খাই না।
মাননীয় বিচারকগন আপনার বক্তব্য শুইন্না আপনারে ছাইরা দিব এটা ভাবরলন কেন।
নাকি বুড়ো বয়সে জেল খাটার ভয়ে আপনার অজান্তে বক্তব্য বেরিয়ে গেছে।
আপনি বলেছেন আপনি ভালো লোক ধূনীতি করি না।
প্রমান।
আপনার আমিরিকান প্রবাসী ভাইয়েরা আপনাকে ধূনীতি বলে না
আরো মিয়া বুঝেন না
নিজে ভাইয়েরা সার্টিফিকেট দিলে আপনি নিদোর্ষ হযে যাবেন না
কি দামী গাড়ী হাকালেইন
শুল্ক না দিয়া
আপনি বলেছেন
আপনি মন্ত্রী ছিলেন না
সরকারের কোন থোক বরাদ্ধ আপনার ভাগ্যে জুটেনি।
তাহলে আপনি
ঘুষ পাননি তাই খাননি
আচছা আপনি যদি নিদোষ হন তাহলে
আপনার দলের আনজীবিরা আদালতে কেন প্রমান করতে ব্যর্থ হল
আপনি নিদোষ
চট্রগ্রামে আপনার এলাকা
সন্ত্রাসের আড্ডা খানা
সন্ত্রাসীদের শেলটারদেন আবার নিজেদের প্রযোজেনে
ক্রস ফায়ার দিলেন! হায়
পত্রিকায়( আপনাদের মাউথ পিচ সংগ্রামে)
সে শিবিরের কোন নেতা নয়, জামাত নেতা না
আমার
কষ্ট এখানে
আপনার কেন বুড়ো বয়সে সাজা হল
তরুন বয়সে সাজা হল না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




