somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুটি কথোপকথন

১৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মধ্যপন্থী মুসলিম : শুনেছিস, তালেবানরা কাবুলের দখল নিয়েছে, আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে পড়েছে।

বন্ধু : হ্যাঁ, খবরে দেখলাম। আফগানিস্তানের জনগণের একটা বড় অংশ তো তালেবান শাসনই চায়।

মধ্যপন্থী মুসলিম : কিন্তু যারা আমাদের মত উদারপন্থী মুসলিম, তাদের তো সর্বনাশ হয়ে গেল। তারা কেউ কেউ গণহত্যার শিকার হবে, আর কেউ কেউ তো আগে থেকেই দেশ ছাড়তে শুরু করেছে। আফগানিস্তানের আজকের এই পরিস্থিতির জন্য দায়ী আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো। রাশিয়ান কম্যুনিস্টদের তাড়াতে সেই ১৯৮৮ সাল থেকে আমেরিকা তালেবান জঙ্গিদের প্রশিক্ষণ দিতে শুরু করে। ১৯৯৬ সালে রাশিয়ানদের হটিয়ে ক্ষতায় আসে তালেবান, ২০০১ সালে আমেরিকা তালেবানকে উৎখাত করে তাদের পুতুল সরকারকে ক্ষতায় বসায়। আর এখন নিজেদের সৈন্য ফিরিয়ে নিয়ে সাধারণ মানুষকে তালেবানের হাতে ছেড়ে দিয়ে গেল।

বন্ধু : আফগানিস্তানের মানুষ তালিবান জঙ্গি হয় কেন?

মধ্যপন্থী মুসলিম : আমেরিকা অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে জঙ্গি বানায়।

বন্ধু : আমেরিকা ভারতের হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ কিংবা আদিবাসীদের তো মুসলিম জঙ্গিদের মতো উগ্রপন্থী বানাতে পারে না; জাপান, থাইল্যান্ড, ভুটান, মিয়ানমাররের বৌদ্ধদের তো উগ্রপন্থী বানাতে পারে না; আমেরিকা ইহুদী কিংবা কোনো খ্রিষ্টান দেশে তো উগ্রপন্থী বানাতে পারে না; তাহলে কেন শুধু ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মানুষকে আমেরিকা জঙ্গি বানায়?

মধ্যপন্থী মুসলিম : কী বলতে চাইছিস তুই?

বন্ধু : আমি বুঝতে চাইছি। তারপর ধর, বাংলাদেশে প্রায় দেড় কোটি হিন্দু জনগোষ্ঠী, তারা প্রতিনিয়ত নির্যাতন-নিপীড়নের শিকার হয় সুন্নি মুসলিমদের হাতে, কই আমেরিকা তাদেরকে তো উগ্রপন্থী বানাতে পারে না; অথচ দেখ, মাত্র বার-চৌদ্দ লাখ রোহিঙ্গা, অথচ তাদের মধ্যে অসংখ্য জঙ্গিগোষ্ঠী। কিন্তু কেন?’

মধ্যপন্থী মুসলিম : তুই কি বলতে চাইছিস দোষ ইসলামের?

বন্ধু : আমি বুঝতে চাইছি যে আমেরিকা অস্ত্র দিয়ে-অর্থ দিয়ে শুধু মুসলিমদেরকেই কেন জঙ্গি বানাতে সক্ষম হয়, অমুসলিমদের বেলায় কেন তারা অক্ষম? তাহলে দায় কি শুধু আমেরিকার, না কি অন্য কোথাও সমস্যা আছে?

মধ্যপন্থী মুসলিম : কোথায় সমস্যা আছে?

বন্ধু : সেটাই খুঁজে দেখা জরুরি যে বিষবৃক্ষের বীজটি কোথায় রোপিত আছে?

মধ্যপন্থী মুসলিম : তোর সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। আসলে তুই তো কাফের, তোর ইসলামফেবিয়া আছে।




দুই

বামপন্থী : তালেবান, আরএসএস-বিজেপি আর হোয়াইট সুপ্রিমেসি একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

বন্ধু : বড্ড বেশি সরলীকরণ হয়ে গেল না?

বামপন্থী : মোটেই না।

বন্ধু : ইসলামী মৌলবাদ বা জঙ্গিবাদের সঙ্গে কি বিশ্বের আর কোনো মৌলবাদের তুলনা চলে?

বামপন্থী : কেন চলবে না?

বন্ধু : চাপাতি আর বাবলার কাঁটা কি এক?

বামপন্থী : তা কি কখনো এক হয়?

বন্ধু : তাহলে তালেবান, আরএসএস-বিজেপি আর হোয়াইট সুপ্রিমেসি বা শেতাঙ্গ আধিপত্যবাদও এক নয়।

বামপন্থী : কেন এক নয়?

বন্ধু : ভারতে কেন্দ্রে আরএসএস এর মদদপুষ্ট বিজেপি ক্ষমতায়, ষোলটি রাজ্যেও ক্ষমতায় বিজেপি। আরএসএস-বিজেপি কি মানুষকে ঋষিদের মতো দাড়ি-গোঁফ রাখতে বা গেরুয়া পোশাক পরতে বাধ্য করেছে? কোনো খেলা নিষিদ্ধ করেছে? গান গাইতে, নাটক করতে, সিনেমা বানাতে সমস্যা হচ্ছে? তারা কি কোনো অভিনয় শিল্পীকে হত্যা করছে? ভাস্কর্য ভাঙছে? স্বল্প বসনে দীপিকা পাডুকোন কিংবা ক্যাটরিনা কাইফকে নাচতে বারণ করেছে? নাসিরউদ্দীন শাহ কিংবা আমির খানকে কি দেশত্যাগ করতে হচ্ছে? ভারতে কংগ্রেস-সিপিএম কিংবা অন্যান্য বিরোধী দল কি রাজনীতি করছে না? আরএসএস-বিজেপি’র ভয়ে কি বিরোধী দলের নেতাদের দেশ ছেড়ে পালাতে হচ্ছে? তারা কি নারীদের শিক্ষা বন্ধ করে গৃহবন্দী করছে? শিক্ষা প্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে? আরএসএস-বিজেপি কি সারাবিশ্বের মানুষকে জোর করে হিন্দু বানাতে চায়, সারা বিশ্বে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়? তারা কি বিভিন্ন দেশে মানুষ হত্যা করছে? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল, তখন কি শেতাঙ্গরা অশেতাঙ্গদের আমেরিকা থেকে বের করে দিয়েছে? গণহত্যা চালিয়েছে?

বামপন্থী : তা চালায়নি।

বন্ধু : তালেবান ক্ষমতা দখল করায় আফগানিস্তানের সাধারণ মানুষ প্রাণের ভয়ে পালাচ্ছে, বিমানবন্দরে ভিড় করছে, ঢাকার পাবলিক বাসে উঠার মতো বিমানে উঠছে। বাসের হ্যান্ডেল ধরে ঝোলার মতো বিমানে ঝুলছে, উড়ন্ত বিমান থেকে পড়ে কয়েকজন মারাও গেছে। ভারতে কি তেমনটা হয়েছে?

বামপন্থী : তা হয়নি।

বন্ধু : তাহলে তালেবান এবং বিজেপি-আরএসএস কিংবা শেতাঙ্গ আধিপত্যবাদ একই মুদ্রার এপিঠ-ওপিঠ হয় কি করে? তালেবানের সমালোচনা করতে গেলে ধর্মনিরপেক্ষতা প্রমাণের জন্য অপ্রাসঙ্গিকভাবে বিজেপি-আরএসএস বা শেতাঙ্গ আধিপত্যবাদকে টেনে আনতে হবে, আর এই টেনে আনার মধ্যে যে এক ধরনের স্মার্টনেস বা ইনটেলেকচুয়াল ব্যাপার আছে অনেকে তা মনে করলেও বিষয়টি আসলে তা নয়। বরং এর মাধ্যমে কোনো আদর্শের প্রতি দূর্বলতা এবং চিন্তার অন্তসারশূন্যতা ফুটে ওঠে।

বামপন্থী : তুই সাম্রাজ্যবাদীদের ভাষায় কথা বলছিস!

বন্ধু : আমি মানুষের ভাষায় কথা বলছি। চাপাতিকে চাপাতি, বাবলার কাঁটাকে বাবলার কাঁটা বলছি।

বামপন্থী : আসলে তুই সাম্রাজ্যবাদী আমেরিকা আর বিজেপি-আরএসএস এর দালাল।



সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৮
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণতন্ত্র আর বাক-স্বাধীনতার আলাপসালাপ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:২৩


একাত্তর সালে আওয়ামী লীগের লোকজন আর হিন্দু ধর্মাবলম্বীরা ছিল পাকবাহিনীর প্রধান টার্গেট। যদিও সর্বস্তরের মানুষের ওপর নিপীড়ন অব্যাহত ছিল। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল। মুক্তিযোদ্ধা আর তাদের পরিবারের... ...বাকিটুকু পড়ুন

কাফের কুফফারদের দেশে বাস করা হারাম।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৭ শে মার্চ, ২০২৪ রাত ৯:১৩

ফেসবুকে বাঙালিদের মধ্যে ইদানিং নতুন এক ফতোয়া চালু হয়েছে, এবং তা হচ্ছে "দাওয়াতের নিয়্যত ছাড়া কাফের কুফফারদের দেশে বাস করা হারাম।"
সমস্যা হচ্ছে বাঙালি ফতোয়া শুনেই লাফাতে শুরু করে, এবং কোন... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের মুমিনী চেহারা ও পোশাক দেখে শান্তি পেলাম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫৮



স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্টেজে উঠেছেন বত্রিশ মুক্তিযোদ্ধা তাঁদের চব্বিশ জনের দাঁড়ি, টুপি ও পাজামা-পাঞ্জাবী ছিলো। এমন দৃশ্য দেখে আত্মায় খুব শান্তি পেলাম। মনে হলো আমাদের মুক্তিযোদ্ধা আমাদের মুমিনদের... ...বাকিটুকু পড়ুন

দু'টো মানচিত্র এঁকে, দু'টো দেশের মাঝে বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩৪


মিস ইউনিভার্স একটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার নাম। এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীরা অংশগ্রহণ করলেও কখনোই সৌদি কোন নারী অংশ গ্রহন করেন নি। তবে এবার রেকর্ড ভঙ্গ করলেন সৌদি... ...বাকিটুকু পড়ুন

আমাদের দুই টাকার জ্ঞানী বনাম তিনশো মিলিয়নের জ্ঞানী!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ২:৫৯

বিশ্বের নামীদামী অমুসলিমদের মুসলিম হয়ে যাওয়াটা আমার কাছে তেমন কোন বিষয় মনে হত না বা বলা চলে এদের নিয়ে আমার কোন আগ্রহ ছিল না। কিন্তু আজ অষ্ট্রেলিয়ার বিখ্যাত ডিজাইনার মিঃ... ...বাকিটুকু পড়ুন

×