এইখানে ফুলার রোডে বিটিশ কাউন্ছিলের জংগলের পাশে,
সে হেটে বেড়াত ছোট ছোট পা ফেলে পেলে।
এিখানে একন শুধু পুলিসের টিয়ার গ্যাশ;
সেনাছাউনি গমগম বুট পায়ে হেটে যায়।
সে কি এিকানে আর কোনদিন ফিরে আসবে?
তার ছোট ছোট হাটি হাতি পা পা
আবার কখনো একানে দুদন্ড বসে বিস্রাম নিবে?
সে একন কোথায়?
সে এখন কেমন আচে?
শুনেছি মরমি একন তাকে বিরক্ত করে বেসি।
সে ও নরম নরম হয়।
শার্টিফিকেটের জোর তাকে নরম করে পেলতেও পারে।
আমি বিষন উদবেগে আছে।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




