
একঃঃ
একজন সাধারন মানুষের জীবনেও কিছু অসাধারন গল্প থাকে। কিন্তু মানুষটা সাধারন বলে তার অসাধারন গল্পগুলো কেউ জানতে পারে না।
দুইঃ
কান্না একটা গুন। সরলতার প্রকাশ, আত্মসমর্পণের ভাষা, নির্মলতার লক্ষণ, হৃদয়ের নির্যাস, ব্যথার উপশম, দুঃখের ক্ষরণ।
তিনঃ
ব্যাথার আগুনে ঘি ঢেলে সে আগুনকে উষ্কে দেয়ার মত মানুষের অভাব নেই। সে আগুনে পানি ঢেলে আগুনটা নিভিয়ে দেয়ার কত মানুষের বড়-ই অভাব।
চারঃ
মানুষ উচ্চাকাঙ্ক্ষী হলে স্বার্থপর ও বিবেকবোধহীন হয়ে যায়।
পাঁচঃ
অন্তঃসার শুণ্য মানুষেরাই দাম্ভিকতা দেখায়।
ছয়ঃ
শরীরে যখন কামনা থাকে, চোখ ও মন তখন নির্লজ্জ হয়ে যায়।
সাতঃ
স্বার্থ আর কামনার উপর প্রতিষ্ঠিত সম্পর্ক গুলোর কোন স্থায়িত্ব নেই।
আটঃ
লম্পট বা চরিত্রহীন হওয়ার জন্য শরীর বিক্রির দরকার নেই। একটা নির্লজ্জ মনই যথেষ্ঠ।
নয়ঃ
বিশ্বমানবতা রাজনীতির কাছে জিম্মি। মানুষের ভালবাসাটাও কখনও কখনও স্বার্থের কাছে জিম্মি হয়ে পড়ে। যাকে বলে Prostitution.
দশঃ
দুষ্ট লোকের আচরন বোঝা অপরাধ, চরিত্র বোঝা অপরাধ, ভুল ধরিয়ে দেওয়া অপরাধ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


