বিএনপি নেতা সলাউদ্দিন কাদের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি আরো কইছেন পিলখানা হ্ত্যায় হাসিনা স্বয়ং জড়িত, সেটারও বিচার যেনো একসাথে শুরু হয়।
সাকা শাহরিয়ার কবিরকে ছলিমদ্দি উল্লেখ করে বলেন, কোথাকার কোন ছলিমদ্দি বইয়ে কি লিখলো আর সেটাকে দলিল ধরে আমাদের ফাসিঁ হয়ে যাবে- কি আশ্চর্য ব্যাপার।
শেষে তিনি চট্টগ্রামকে খুব স্পর্শকাতর উল্লেখ করে বলেন, বার আউলিয়ার দেশ চট্টগ্রাম, সেখানের মানুষ বড় আবেগপ্রবন, মুক্তিযুদ্ধও ডাক এবং যুধ্বও শুরু হয় সেখান থেকে, গোপালাগন্জ থেকে নয়। সুতারাং একটু ভেবেচিন্তে বিচার শুরু করলে ভাল হয়।
শেষে হাসিনাকে বলেন, তার অবস্থা গোলাপি এখন ট্রেনে কিন্তু গোলাপির গন্তব্য কোথায় তা সে নিজেই জানেনা।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১০ বিকাল ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




