সাবধানে ঢুইকেন-- আমি সহ আপনি ও জেনারেল হইতে পারেন
.
.
.
.
.
.
.
এই বার আস্তে আস্তে নিচে আসেন...
আসছেন?
ঐ মিয়া সন্ধায় কি কেউ ১৮+ দেয়..... লাগলে রাইতে আওয়াজ দিয়েন.....গরম পোষ্ট দিবানে।
দেখেন তো.....আমার বন্ধুর সুইট গার্লফেরেন্ড- এলিশা।আমাকে একদিন সামুতে দেখে বলল তাকেও একটা এখাউন্ট ওপেন করে দিতে।
এমনিতে সে আমার ফেরেন্ড এর ইয়ো ইয়ো।তার উপর মাথা ছ্যারাব্যারা সুন্দরী।আমার সাথে সে কি জোরাজুরি। এমনিতে আমি রাজি ছিলাম না। তয় ...তার জোরাজুরিতে খুশি হইয়া একটা এখাউন্ট খুলে দিছি.... আইজকা ২ মাস হতে চলল... অথচ এখনো তাকে জিণারেল করে....ঝুলায়ে রাখছে।
সামু' নাকি তাকে ৭ দিন পর্যবেক্ষণ করবে?
আমার বন্ধুর গার্লফেরেন্ডে লাগে আমি পর্যবেক্ষণ করমু।সামু করার কে?
আমারে কয়....এই আমাকে ৭ দিন পর্যবেক্ষণের কথা ছিল, এখন তো অনেক দিন হয়ে গেল!!
আমি আর কি কমু-- সামু'র ইজ্জত দেশের ইজ্জত। তাই কইলাম-- তোমার স্কিন টেষ্টের জন্য ওরা হলিউড এক্সপার্ট আনবার লোক পাঠাইছে। হে আইলেই তোমার স্কিন টেষ্ট শেষ হইবে.....
একটু কামুড় খায়া থাকো--জানুপাখি।
ঐ তুমি আমারে জানুপাখি কইলা ক্যান? আমি তোমার বন্ধুর জানুপাখি।
তাইলে তুমি হইলা আমার উঠপাখি- জানোই তো উঠপাখি পাখি না। এরা ইয়া বড় বড় ডিম পাড়ে ---অথচ পাখি না।
সত্যি--অনেক বড় ডিম পাড়ে? ওক্কে আমি তাই-- তোমার উঠপাখি ...
এরপর চরম মুহুর্ত --- একটা বিক্ষাপণ ভিরতি
------------------
আরে তোরা যদি ৭ দিনের পর্যবেক্ষণ করবি--
* তাইলে কমেন্ট করতে দিয়ে কর।
* নতুনরা যদি পোষ্ট করে.. আর কেউ যদি নাই দেখে, তাইলে নতুনরা ভাদা না ছাগু আমরা বুঝবো কি করে?
**(ছিপায় ঢুকাইয়া পর্যবেক্ষণের এই নীতি বাতিল কর
করতে হবে)
* নতুনরা পোষ্ট দেয়ার পর কয়েকজন যদি *(আপত্তিকর) বলে তাইলে তাকে ২/৩ মাসে জেলে- জিনারেল করা যাইতে পারে।
---------------ব্লগার'সকল--------------------
আপনারা মতামত দিন: আর জানা'পু কে এই ব্যাপারে আসু পদক্ষেপ নিতে *ফোর্স* করুন।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১১ রাত ৮:০৬