দয়া করে অধৈর্য্য হবে না, তরুনেরা প্রথম থেকে শুরু করেছে... " আগের বিচার আগে নীতি "
যখন এই বাংলাদেশের জন্মের সময়ে করা, ইতিহাসের জঘণ্য অপরাধের বিচার চলছে।
* তখন অনেকেই তারসাথে বর্তমান সরকারের সময়ে সংঘটিত হওয়া অপকর্মের কথা- কেন শাহবাগে জণসমুদ্রে বলা হচ্ছে না সেই মর্মপীড়ায় ভুগছেন, তাদেরকে বলছি...
* যারা শাহবাগের এই আন্দোলনে আসার নানা শর্ত জুড়ে দিচ্ছেন, এই হইলে ভাল হইতো, ওমুক দলের রাজাকারদের বিচার কেন চান না, ওমুক দূর্নীতির কথা কেন কন না, তা হলে একাত্বতা ঘোষণা করতাম, ভাল লাগত, পূর্ণতা পেত, এমন বাণী দিচ্ছেন...
তাদের বলছি... বাংলাদেশের তরুনেরা আজ ঘর থেকে বের হয়েছে... এত দিনের সব অপকর্মের হিসাব নিতে... তবে সবার আগে, যে পাকিজারজগুলার বিচার চলছে, সেগুলোকে ফাসি দিয়ে নেই।
তারপর...
যুদ্ধাপরাধীদের রাষ্ট্রক্ষমতায় বসানো,
রাজনীতিতে জামাতকে পূর্নবাসান,
দেশব্যাপি জঙ্গি হামলা,
২১ আগষ্ট গ্রেনেড হামলা,
আদালত প্রাঙ্গণে বোমা হামলা,
উদীচী বোমা হামলা,
বিদেশে হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং,
খাম্বা গেড়ে বিদ্যুৎ উৎপাদন না করে হাজার হাজার কোটি টাকা লুটপাট,
দেশকে টানা পাঁচবছর দূর্নীতিতে প্রথম করে রাখা,
এক একগারো সৃষ্টি....
এরসাথে যোগ হবে...
এইসরকারের আমল... দয়া করে ততদিন ধৈর্যধরে অপেক্ষা করুন...
দেশের মালিক জনগণ, তারা আজ ক্ষেপেছে, সবকিছুরই বিচার হবে... টেনশান নিয়েন না...