একবার এক যুবক তার দাদুকে প্রশ্ন করলো-
দাদু, মানুষ ও মানুষ যে নীতি কৌশল ব্যবহার করে থাকে তার মধ্যে কি পার্থক্য রয়েছে?
দাদু বললেন, নাতি, তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ। প্রশ্নের উত্তর দিতে পারলে আমি খুশিই হবো। কিন্তু তার আগে বলো, আমাদের সামনে দিয়ে যে ঘোড়ার গাড়িটি গেল তাতে যে ঘোড়াটি বাধা রয়েছে তা দেখেছ কী রকম বলশালী? আর গাড়িটি দেখেছ, কতো সুন্দর করে তৈরী করা হয়েছে? ঘোড়ার গাড়িটি কার তুমি কি জান?
নাতি বললো, হ্যাঁ, দাদু জানি, ঘোড়ার গাড়িটি আমাদের গ্রামেরই একজন ধনী সজ্জন ভদ্রলোকের।
দাদু: ও! তাহলে ঘোড়ার গাড়িটিতে যিনি বসে আছেন তিনি বোধহয় সেই ভদ্রলোকই হবেন।
নাতি: না দাদু, গাড়িতে যিনি বসে আছেন তিনি ভদ্রলোকটি নন। তিনি ভদ্রলোকের একমাত্র ছেলে।
দাদু: ও! তাই নাকি? তা লোকটি কোথায় যাচ্ছে?
নাতি: ভদ্রলোকের ছেলেটি তার বন্ধুদের কাছে যাচ্ছে আমোদ ফুর্তি করতে, মদ খেতে।
দাদু: আমার তো মনেহয় ভদ্রলোকটিও মাঝে মাঝে এই ঘোড়ার গাড়িটি ব্যবহার করে থাকেন। তো, ভদ্রলোক এই ঘোড়ার গাড়িটি কী কাজে ব্যবহার করে থাকেন বলে তুমি জানো?
নাতি: হ্যাঁ, তিনি মাঝে মাঝে এই গাড়িটি নিয়ে মন্দিরে যান ধর্মীয় দানদক্ষিণা করতে। এছাড়া তিনি গ্রামের লোকজনদের সাথে গ্রামের ভালোমন্দ নিয়ে যে আলোচনা হয় তাতেও অংশ নেয়ার জন্য মাঝে মাঝে গাড়িটি ব্যবহার করে থাকেন।
কিন্তু দাদু, আমি যে প্রশ্ন করেছিলাম তার উত্তর না দিয়ে তুমি এই প্রশ্ন করছো কেন?
দাদু: প্রিয় নাতি! না, আমি প্রসংগ এড়িয়ে যাচ্ছি না। বরং আমি তোমার প্রশ্নেরেই উত্তর দিতে চেষ্টা করছি। আমি তোমাকে বোঝাতে চাইছি যে, মানুষ ও মানুষ ভেদে নীতি কৌশলের মধ্যে পার্থক্য তো রয়েছেই।
এখানে নীতি নৈতিকতা হলো ঘোড়া ও ঘোড়ার গাড়ির মতো। এগুলো ভালো সুন্দর সুগঠিত বলশালী হতেই পারে। কিন্তু এগুরো খারাপ কাজে লাগবে নাকি ভালো কাজে ব্যবহৃত হবে তা সেগুলো কে ব্যবহার করছে তার উপরই নির্ভর করবে বা করে থাকে। লোকটি বা মানুষটি যদি ভালো হয়, সচ্চরিত্রের হয়, সৎ হয় তবে নীতি ও কৌশল যা-ই হোক না কেন তিনি তা ভালো কাজে বা মঙ্গলজনক কাজেই ব্যবহার করবেন।
বিপরীতপক্ষে, খারাপ অসৎ চরিত্রের মানুষ বা লোকজন নীতি বা কৌশলকে খারাপ কাজে বা অমঙ্গলজনক কাজেই ব্যবহার করবে।
নাতি: দাদু, তাহলে আপনি কি বোঝাতে চাইছেন যে, মানুষ ও তার নীতি কৌশল দুই-ই সমান গুরুত্বপূর্ণ?
দাদু: হ্যাঁ, নাতি, তুমি ঠিকই বুঝেছ। মানুষ ও তার নীতি কৌশলের মাধ্যমেই ভালো ও খারাপ কিছু হয়ে থাকে।
মিয়ানমারের শান জাতিসত্তার নীতি কাহিনী অবলম্বনে রচিত
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৩