এবারের পর্বে থাকছে নানা সময়ে তোলা ভিন্ন সব ছবি। কোনো নির্দিষ্ট বিষয় নেই। তবে এবার মোবাইলে তোলা কিছু ছবি যোগ করা হয়েছে। সাথে আর কিছু সাদাকালো ছবি। নানা ফুলের অনেকগুলো ছবি ছিলো। ওটা অন্য সময় একদিন প্রকাশ করবো সময় করে।
১।

মুঠোভরা রং-বেরং টিকেট- শক্তি চট্টপোধ্যায়
২।

"I Stand Alone" মাইনাস ১১ তে দাড়িয়ে তোলা এই ছবি। তুষারপাত শুরু হওয়ার ঠিক আগে তোলা। মাউন্ট হোথাম, ভিক্টোরিয়া
৩।

সূর্যাস্ত পাহাড়ের কোল ঘেষে। ফলস ক্রিক , মাউন্ট হোথাম, ভিক্টোরিয়া
৪।

মালাকুটা সমুদ্র সৈকত। একদম পাথুরে। মোবাইলে তোলা।ভিক্টোরিয়া

"বন্ধন" দাদুর হাতের চকলেট। ঢাকা,বাংলাদেশ
৫।

"উৎসবের উৎসাহ" নাম নাজানা এই ছোট মেয়েটি "মাকসুদ ও ঢাকা" ব্যান্ডের কনসার্টে হটাত করেই মঞ্চে উঠে খুব সিরিয়াসলি ঢোল বাজাতে থাকে। মেলবোর্ন,ভিক্টোরিয়া।
৬।

"জলজ জীবন"। মোবাইলে তোলা,ভিক্টোরিয়া।
৭।

Port Adelaide . সাউথ অস্ট্রেলিয়া।
৮।

"জলতরঙ্গ আর মানুষ"। মেলবোর্ন, ভিক্টোরিয়া
৯।

" সাধারন জীবন" ।মেলবোর্ন, ভিক্টোরিয়া
।

"আইকনিক কফি" ।মাউন্ট হোথাম, ভিক্টোরিয়া
১১।

ক্যালিফোরনিয়ন রেডউড ট্রি।মোবাইলে তোলা। আপার ইয়ারা Ranges. ভিক্টোরিয়া
১২।

"জলজ জীবন-২। মেলবোর্ন, ভিক্টোরিয়া
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২১ সকাল ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




