"ভাই, আবার কবে আসবি বল্!"
হাজার অব্যক্ত কথা আনন্দির বুকে,
চোখে এক সমুদ্র জল।
ধ্রুবনীল বারেক তাকায় বোনের অসহায় চোখে।
ইদানীং বড্ড ভয়, তবু আশা রাখে-
আনন্দি যেন সুখে থাকে।
অতঃপর কেটেছে দশটি বছর
শুনেছি বাড়ির পাশে হিজল তলায়
বহুদিন অশ্রু ঝরেছে তার।
ধ্রুবনীল খোঁজ রাখেনি সময় কেটেছে হেলায়
আর বেহিসেবে জীবনের ডায়রীটা ভরে আছে।
একদিন খবর এলো-আনন্দি মরে গেছে।
ধ্রুবনীল এখন কী যেন খোঁজে জীবনের অন্য পাতায়
আর কিছু কষ্ট অহেতুক ভরে থাকে বিষন্ন হৃদয়।
জানুয়ারী/২০১৩
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




