পথে ঘাটে , গাড়ীতে, হাটে বাজারে , নারী পুরুষ সকলের কাছেই এক ধরনের নোংরা, বিশ্রী প্রচার পত্র জোর করে হাতে / ছুড়ে মারা হয় । গ্যারন্টি সহকারে গোপন / যৌন রোগ, হাঁপানী, ডায়াবেটিস, অর্শ পাইলস, চিকন স্বাস্থ্য মোটা করা, ===============ইত্যাদি যেসব রোগের কোন সমাধান বিশষজ্ঞ চিকিৎসক দের কাছে নাই তা তারা দিতে পারেন।
তাদের চিকিৎসার এই ফটকা ব্যবসা করে মানুষ কোটি টাকা কামানোর কথা শুনা যায়। প্রতারনার মাধ্যমে মানুষেক ঠকানোর এই নোংরামী কখনো বন্ধ হবে কী ? =================
তাদের অশ্লীল বিজ্ঞাপনের ভাষ্যানুযায়ী দেশের সব হাসপাতাল বন্ধ করে তাদের কাছেই কি ছুটতে হবে ?
হয় এ নোংরা প্রতারনা বন্ধ হোক---=--- না হয় তাদের পূনরবাসন করে তাদের কাছে চিকিৎসার এ নোংরামীর স্বীকৃতি দেয়া হোক যাতে তারা আরো বেশী
প্রতারনা করে লোকজন/ পাবলিক কে ঠকিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




