চুপটি করে বসে থাকো-
হাতটি দিয়ে মুখটি ঢাকো।
দু'চোখ আছে, দেখতে থাকো-
দু'কান আছে, শুনতে থাকো।
যদি করো টু-শব্দ-
শরীর থেকে ঝরবে রক্ত।
যেটা অন্যায়- বলতে হবে ন্যায়-
যেটা জমা- তোমায় বলতে হবে সেটা ব্যয়।
দিনকে যদি রাত বলি-
বলতে হবে জ্বী হুজুর।
যা পাও, তাই নিয়ে-
জানাতে হবে শুকুর-গুজর।
ভিটে মাটি ছাড়তে যদি না চাও-
আঙ্গুলখানা ভুলেও একটু বাকাও।
মনে রেখ সেদিন তুমি হবেই শেষ-
এটাই যে তোমার স্বাধীন বাংলাদশে।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




