মূলত আর্থিক দুর্নীতির কারণেই ভেংগে গেল নুরুর দল।
এর আগে বিএনপিও তাদের কাছ থেকে সরে গেছিল। কারন দাম্ভিক নুরা বলেছিল বিএনপি জোটে আসলেও তাদেরকে বেশি সামনে আসতে দেয়া যাবে না। মানে সে বিএনপির চেয়ে নিজেকে বড় মনে করতো।
কিছুদিন আগে আর্থিক অনিয়ম ও টাকার ভাগ না পেয়ে প্রথমে চলে গেল গণতান্ত্রিক মঞ্চ।
এর আগে দলের মূল চারজনের ৩ জন একাধিকবার বিচ্ছিন্ন হয়ে গেছিল নুরুর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও বিতর্কের কারণে। 'বিকাশ নুরা' নামকরন তো এমনি এমনি হয় নি।
ফারুক-রাশেদরা রীতিমতো সংবাদ সম্মেলন করে নূরের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এর অভিযোগ করেছিলেন। এবার রেজা কিবরিয়া ও করলেন।
পাকিস্তান ও বিভিন্ন মধ্যপ্রাচ্যভিত্তিক বৈদেশিক গোয়েন্দা সংস্থা কেন নূরের দলকে এভাবে টাকা পয়সা দিচ্ছে এটার তদন্ত হওয়া উচিত।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০২৩ রাত ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




