আদিলুর প্রথমে মৃতের সংখা ২৫০০ বলে দাবি করেছিল।
আদিলুরের ভুয়া গালগল্পকে প্রতিষ্ঠিত করছিল দিগন্ত আলু-স্টার-জাজিরা মিলে।
সেই সুত্রে এমনেষ্টি ও হিউমেন রাইট ওয়াচও মৃতের সংখা ২৫০০ বলে এই হত্যাকান্ডের নিন্দা করেছিল।
পরে মিডিয়া ও সরকার চেপে ধরলে আদিলুর নিহতের সংখা ১২০ এর মত বলে, কিন্তু কোন নাম দেয় নি।
এরপর প্রবল চাপাচাপির পর ৬১ জনের নাম দেয়, যার প্রায় সবই ভুয়া নাম ঠিকানা, পুর্বেই ইন্তেকাল করেছেন, এবং অনেকেই বেচে আছে।
আদিলুরের মিথ্যা রিপোর্ট সেই সময়ে একটা মারাত্বক উষ্কানি।
আমেরিকার মতো দেশে ক্যাপিটল হামলায় দাঙ্গা হাঙ্গামা উসকে দেওয়ার জন্য দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে আদালত ঝামেলার ভয়ে শাস্তি কম দিল।
আদিলুর এর মিথ্যা রিপোর্টে দেশে পুনরায় দাঙ্গা হাঙ্গামা শুরু হতে পারতো, প্রাণহানি হতে পারত। তার কঠিনতম শাস্তি হওয়া উচিত ছিল।