ব্লগের নতুন পুরাতন সকল পাঠক, ব্লগার, মডারেটর ভাই ও বোনেরা। চাচারা, খালুরা, মামারা। সম্প্রতি আমি একটা পুত্র সন্তানের বাবা হয়েছি। এ উপলক্ষে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ বড় ধরণের বিপদ হতে পারত। কিন্তু তিনি সহজ করে দিয়েছেন।
অতঃপর আমার পক্ষথেকে আপনাদেরকে জানাচ্ছি কমলাভোগ, রাজভোগ, রসগোল্লা, চমচম ইত্যাদির লোভনীয় ঘ্রাণে মৌ মৌ করা এক ট্রাক শুভেচ্ছা।

পরকথা, আমি দীর্ঘদিন ব্লগে অ্যাকটিভ ছিলাম। এ সময়ে যে কাউকে আমি আমার কোন মন্তব্যে অথবা অন্য কোনভাবে কষ্ট দিয়ে থাকি তবে এ ব্যাপারে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আশা করছি আপনারা এ ব্যাপারে মনে কোন কষ্ট রাখবেন না।
হ্যাপী ব্লগিং।
উল্লেখ্য সামনে মিষ্টি না থাকায় গরুর ছবি দিলাম। জানেনইতো গরু দুধ দেয়। আর তা থেকেই মিষ্টি হয়।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৯ সকাল ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




