![]()
প্যারিস জ্যাকসন,গত বুধবার রাতে লস এঞ্জেলস এর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
সম্ভাব্য আত্নহত্যার চেষ্টা কালীন সময়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করে।হাসপাতালে সুত্রে জানা যায় প্যারিস এখন শারীরিক ভাবে সুস্থ্য আছেন। তার দাদীর (মাইকেল জ্যাকসন এর মা)পারিবারিক এটর্ণি মি. কশকফ এ কথা গণমাধ্যমে জানান।
প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ১৫ বছর বয়সী একমাত্র কন্যা তার পিতার মৃত্যুর পর থেকেই অতিরিক্ত আবেগ প্রবণ এবং আত্নকেন্দ্রিক হয়ে পড়েন।
সিএনএন সুত্রে জানা যায় প্যারিস রান্নাঘরের ছুরি দিয়ে তার হাতের কবজি কেটে ৯১১ এ ফোন করেন। এর আগে তিনি তার টুইটারে টুইট করেছিলেন" অস্রু এত নোনতা কেন?"
Paris Jacksoη@ParisJackson
i wonder why tears are salty ?
1:39 AM - 5 Jun 2013
সূত্রঃ সিএনএন।
![]()
![]()

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


