আমার সারা জীবনের অবজারভেসন হলো "ভাল মানুষের দাম নাই।" ভালদের সব সময় ভোগান্তির শিকার হতে হয়। অফিস, বাসা, প্রেম, সমাজ, রাস্তা-ঘাট; জীবনের প্রতিটি স্তরেই ভালদের বিপর্যয়। আপনি যদি নিজেকে ভাল মানুষ মনে করে থাকেন, তাহলে আমার কথার সত্যতা নিজেই বুঝতে পারবেন।
গত চার বছর সততা, ন্যায়, নিষ্ঠা, আন্তরিকতার সাথে ৩টা অফিসে চাকুরি করলাম। প্রতিটি কোম্পানিতেই অসৎ ব্যক্তিরাই মালিকপক্ষের সুনজরে থাকেন। কোম্পানিতে দিনের পর দিন টিকে থাকেন। ভুরি ভুরি টাকা হাতিয়ে নেন। অফিসে টাইম টু টাইম আসেন না। কাজ কম করেন। কিন্তু তাদেরই পদোন্নতি আর ইনক্রিমেন্ট হয় সবচাইতে ভাল। আর যারা সৎ এবং নিষ্ঠাবান। তাদেরকেই বেশি কাজ করতে হয়। টাইম টু টাইম অফিসে আসতে হয়। বেশি কড়া কথা শুনতে হয়। অন্যায়ের প্রতিবাদ করায় বাকিদের তোপের মুখে পড়তে হয়। আর বছর শেষে কোন ক্যারিয়ার ডেভোলপ হয়না।
প্রেমের ক্ষেত্রে প্রেমিকার কাছে যদি সৎ আচরন করেন, তাহলে আপনার প্রেম বেশিদিন টিকবেনা। যদিও আপনি তাকে অনেস্টলি ভালবাসেন। কিন্তু আপনি যদি ভাল মিথ্যা বলতে পারেন, সাজিয়ে সাজিয়ে মিষ্টি মিষ্টি গল্প বলতে পারেন, তাহলে আপনার প্রেম ভাগ্য খুবই ভাল। আপনার বছরে ১২টা গার্লফ্রেন্ড জুটে যাবে অনায়াসে।
তেমনি দাম্পত্য জীবনেও একই কাহিনী। বউ এর সাথে অনেস্ট থাকলেন তো আপনি শেষ। বছরে ১২ মাসে বউ ১২ বার বাপের বাড়ি যাবে। আর যদি মিথ্যার আশ্রয় নেন, ভাল অভিনেতা হতে পারেন। তাহলে আপনার বউ আপনার জন্য পাগল হয়ে থাকবে।
এভাবে আমাদের সমাজ ব্যবস্থার প্রতিটি জায়গাতেই ভালরা নিত্য ভোগান্তির শিকার হচ্ছে।
এতো দিন বহু ভাল মানুষগিরি করেছি। এবার একটু মন্দ হয়ে দেখি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


