ভুেতর কািহনী আমােদর সমাজে ব্যাপক প্রচলন থাকলেও অনেেক এসব িবশ্বাস করেন না।
কিন্তু বাস্তবে এ ধরনরে কাহিনীর চাক্কুস সাক্ষীর মুখে র্বণনা শুনে বিশ্বাস এবঙ অবিশ্বাসের দোলাচলে পড়তে হয়। ১৯৮৮ সালরে কথােআমাদের গ্রাম কক্সবাজার জেলার উখিয়ার প্রত্যন্ত গ্রামে। আমােদর গ্রােমর এক ভাই নাম নুরুিদ্দন । গ্রামে চোর-ডাকােতর উপদ্রব থাকায় যুব সমােজর উপর দায়ত্বি পড়ে রাত েজগে পাহাড়ার। ঘটনার িদন নুরুিদ্দনসহ আরও ৫জন ছিল পাহাড়ায়। নুরুিদ্দন কে সবাই নুরু নামে ডােক। নুরুর শরীর খারাপ লাগায় রাত ১২'৩০টা নাগাদ সং্গীদের বলে বাড়ি রওনা হয় নুরু। সাথে এভারডি টচর্র্লইট আর লম্বা একটা কিিরচ। নুরু ভুেতর কথা আগে শুেনছে অেনক িকন্ত কখনো দেখেনি। সে স্বভাবে সাহসী । এসবে ভয় পায়না। গ্রােমর বািড়গুলো একটা আেরকটার েবশ দূের। নুরুেদর বাড়ি েযতে খািনক মাঠ পেিরয়ে ছোট একঠা খাল তারপর ছোট পাহাড় ডিঙিয়ে নুরুদের বািড়। নুরু মাঠ েপরুনোর পর লম্বা সবুজ ঘাসগুলোর নড়াচড়া লক্ষ্য করল।টর্চের আলো ভালোভাবে েফলে লক্ষ্য করল কিছুই দেখা েগলনা। নু রু েদখার ভুল েভবে পাশে েপ্রস্রাব করার সময় আবার ঘাস নড়ে উঠল।সাথে সাথে নুরু কিিরচ িদয়ে ঘাসগুলো সাফ করে ফললে।নুরু আবার রওনা িদল। খাল পেিড়য়ে পাহাড়ে িকছুদূর উঠামাত্র রাস্তার পাশরে ডুমুর গােছর সোজা ডালটা বেকে পথ আগলে রাখছে।ডােলর আগাটা সােপর লেেজর মত নড়ছে। নুরু অবাক হয়ে েদখল ডােলর আগাটা তার িদকে মু খ করে িকলবিিলয়ে নড়ছে ।নুরু হাতে থাকা কিরচ িদয়ে ডুমুেরর আগাটা িছন্নবিন্ন করল।ডালটাও সরে গল।এসবের পরও নুরু িবন্দুমাত্র ভয় পেল না। বাড়ি িগয়ে ক্লান্ত শরীরে সোজা ঘুম।প্রচন্ড জ্বরে নুরুর ঘুম ভাঙল দুপুেরর পর।অতিিরক্ত জ্বরে নুরু সংগা হািরেয়ছিল।সেদিন সকাল েবলা গ্রামে ওমর চাচা েগছে পাগল হয়ে।সবাই বলল ওমর চাচারে জ্বিনে ধরেেছ।সুষ্ঠু সবল ওমর চাচা সারাক্ষণ িবড়বিড় করে বলছে ইিলয়ােসর েছেেল এতোই বদমজোজী গতরাতে একটু মশকরা করলাম এমন কোপ দিিছল আরএকটু হলে কানটা গিিছল।পরে কবিরাজ এনে ঝারফুক করে ওমর চাচা স্বাভািবক হয়।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১০ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




